adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইমরান খান ও কপিল দেব এর নামে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব ওয়াকার ইউনুসের

স্পাের্টস ডেস্ক : করোনা উদ্বেগের মাঝেই দিনকয়েক আগে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব দিয়েছিলেন। আবার ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব দিয়ে বসলেন আরেক সাবেক পাক পেসার ওয়াকার ইউনুস। তিনি অবশ্য এক ধাপ এগিয়ে দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব এবং ইমরান খানের নামাঙ্কিত ইমরান-কপিল সিরিজের প্রস্তাব দিলেন।

ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে যেমন বর্ডার-গাভাস্কার ট্রফি হয়, সেরকম ভাবেই ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের নামকরণ হোক দুই দেশের দুই কিংবদন্তির নামে। এমনটাই চাইছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস। ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক উচু তারে বাঁধা। ফলে আইসিসি টুর্নামেন্ট এবং এশিয়া কাপ ছাড়া সেভাবে আর দুই দেশ বাইশ গজে মুখোমুখি হয় না। সীমান্ত সমস্যার কারণে ২০১২-১৩ সালের পর আর ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না। দুই দেশের মধ্যে শেষবার টেস্ট সিরিজ হয়েছে ২০০৭-০৮ সালে।

ইমরান খান ও কপিল দেব সিরিজের নাম প্রস্তাব প্রসঙ্গে ওয়াকার ইউনুস বলেন, দুই দেশের ক্রিকেটপ্রেমী মানুষেরা চায় ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হোক। এই সিরিজের নাম ইমরান খান ও কপিল দেবের নামে হোক। ইমরান-কপিল সিরিজ কিংবা স্বাধীনতা সিরিজ নামেও হতে পারে। আমি আশাবাদী আবার দুই দেশ দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে। -জি নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2020
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া