adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী বললেন – বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না

ডেস্ক রিপাের্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৯৬ সালে ১৫ জুনের ভোটারবিহীন নির্বাচন করেছিল বিএনপি। বিএনপির মাগুরার ভোট ডাকাতির উপ নির্বাচন করেছে। তেজগাঁওয়ে উপ নির্বাচন করে দলীয় প্রার্থীকে ভোট ডাকাতি করে জিতিয়েছে এই দলটিই। তাই তাদের মুখে ভোট ডাকাতির কথা মানায় না, গণতন্ত্রের কথা মানায় না।

আজ বৃহস্পতিবার (১৭ মে) বিএফইউজের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, দেশের উন্নয়নে ২০০১ সালে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল তখন যে অত্যাচার-নির্যাতন হয়েছিল সাংবাদিকদের ওপরে। কত সাংবাদিককে হত্যা করা হয়েছিল। দক্ষিণ অঞ্চলে তো কোনো সাংবাদিক কাজই করতে পারেনি। সেই অঞ্চলে তারা থাকতেই পারেনি। এই বিষয়গুলো আমাদের ভুলে গেলে চলবে না।

তিনি আরো বলেন, আমাদের কিছু কিছু রাজনৈতিক দল অথবা রাজনৈতিক দল করেন না। অনেকেই বলেন যে সংবাদ পত্রের স্বাধীনতা নেই। সেই কথাগুলো যখন টকশো বা মাইকের ও টেলিভিশনে কথাবার্তা বলার পরে যখন বলে যে স্বাধীনতা নেই। তখন আমার প্রশ্ন কথাগুলো বললেন কিভাবে?

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া