adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩ প্রাণহানি বিচ্ছিন্ন ঘটনা : আসাদুজ্জামান খান

নিজস্ব প্রতিবেদক : উপজেলা নির্বাচনে তিনজনের মারা যাওয়াকে বিচ্ছিন্ন ঘটনা বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।তিনি বলেন, অনেক বড় এলাকাজুড়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহিংসতায় দুই-তিনজন মারা যেতেই পারে।রোববার সকালে রাজধানীর পুলিশ স্টাফ কলেজে সার্কভুক্ত দেশের পুলিশ সুপারদের সপ্তাহব্যাপী একটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন।তিনি বলেন, নির্বাচনী এলাকাগুলোতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকে। নির্বাচনী এলাকায় সহিংসতায় প্রাণহানির ঘটনা আগেও ঘটেছে। তবে আমরা চেষ্টা করবো ভবিষ্যতে যেন আর কোনো প্রাণহানির ঘটনা না ঘটে।এসময় প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বাধীনতাযুদ্ধের সময়  থেকে এখন পর্যন্ত পুলিশ পেশাদারিত্বের সঙ্গেই দায়িত্ব পালন করছে। আশা করি, পুলিশ ভবিষ্যতেও এর ধারাবাহিকতা রক্ষা করবে।প্রশিক্ষণ  কোর্স সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের পুলিশের সঙ্গে সার্কভুক্ত অন্যান্য দেশের পুলিশের ভালো সম্পর্ক গড়ে উঠবে। এছাড়াও এ কোর্সটি করে সার্কভুক্ত দেশসমূহের সন্ত্রাস দমন, মানব ও মাদক পাচার নিয়ন্ত্রণ ও মানি লন্ডারিং রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে সার্কভুক্ত দেশগুলোর পুলিশ সদস্যরা।প্রশিক্ষণটিতে ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভারতের দুইজন করে, আফগানিস্তানের একজন ও বাংলাদেশের ১০ জনসহ মোট ১৯ জন পুলিশ সদস্য অংশ নিয়েছেন।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাজমুল হক, স্বরাষ্ট্র ও পরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া