adv
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউরোপের পুরুষরা কেন মিনি স্কার্ট পরছেন?

mini_skirtআন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেন এবং ইউরোপের আরো কিছু দেশে গরমে অতিষ্ঠ পুরুষ এবং ছেলেরা এখন স্কার্ট পরতে শুরু করেছেন। ফ্রান্সে বাস ড্রাইভাররা গরমে টিকতে না পেরে লং ট্রাউজার্স ছেড়ে স্কার্ট ধরেছেন। শর্টস বা খাটো প্যান্ট পরার ওপর যেহেতু বিধিনিষেধ আছে, তাই ন্যান্টস’র সিএফডিটি সেমিটান ইউনিয়নের সদস্য বাস ড্রাইভাররা স্কার্ট পরে কাজে আসতে শুরু করেছেন। খবর বিবিসি বাংলা’র।
ড্রাইভারদের স্কার্ট পরে কাজে আসার ভিডিও সেখানে এক লাখ ৬০ হাজার বার অনলাইনে দেখেছেন মানুষ।
ইউনিয়নের একজন সদস্য গ্যাব্রিয়েল ম্যাগনের বলেন, ‘যখন উইন্ডস্ক্রীনের পেছনে ৫০ ডিগ্রি তাপমাত্রায় আপনাকে সারাদিন বসে থাকতে হচ্ছে, তখন এই কাজের পরিবেশ গ্রহণযোগ্য হতে পারে না।’
তিনি বলেন, ‘আমরা চাই কোম্পানি কিছু একটা করুক। যখন গরম এত বেড়ে যাচ্ছে তখন যেন আমরা শর্টস পরতে পারি, নিয়ম সেভাবে বদলানো হোক।’
কয়েকদিন আগে ব্রিটেনের একটি স্কুলের ছাত্ররাও একইভাবে স্কার্ট পরে ক্লাশে এসেছিল স্কুলের ইউনিফর্ম নীতির প্রতিবাদ জানাতে।
বাকিংহামশায়ারের এক কল সেন্টারের এক কর্মীকে অবশ্য স্কার্ট পরে কাজে আসার পর বাড়িতে ফেরত পাঠানো হয়। কারণ তার পোশাক কোম্পানির ড্রেস কোডের পরিপন্থী ছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া