adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচ স্তরের নিরাপত্তার মধ্যে ইজতেমার ২য় দফা শুরু – আরো ২ মুসল্লির মৃত্যু

Ejtema-3নিজস্ব প্রতিবেদক : পাঁচ স্তরের নিরাপত্তার মধ্যে দ্বিতীয় দফা শুরু হয়েছে টঙ্গীর বিশ্ব ইজতেমা। বাদ ফজর লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিদেও অংশগ্রহণে শুরু হয় দ্বিতীয় দফার ইজতেমা। 
আজ শুক্রবার বাদ ফজর ভারতের মাওলানা মো. ইসমাইল হোসেন বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা মো. নুরুর রহমান। বাংলার পাশাপাশি বিভিন্ন ভাষায় উর্দুর মূল বয়ান তরজমা করা হচ্ছে। তবে বুজুর্গ মুসল্লিদের উপস্থিতে বৃহস্পতিবার বাদ আসর থেকেই ময়দানে আগত মুসল্লিদের উদ্দেশ্যে ঈমান, আমল ও আখলাকের প্রাক বয়ান শুরু হয়।
প্রথম দিন শুক্রবার দুপুর দেড়টার দিকে অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলার মুসল্লিদের স্রোত এখন টঙ্গীমুখী। ট্রেন, বাস, ট্রাক, প্রাইভেটকার, ট্যাক্সি, স্কুটার, নৌকা ও পায়ে হেঁটে ইজতেমা মাঠে যোগ দিচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকেও মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন দেশের কয়েক হাজার মুসল্লি ইজতেমায় যোগ দিয়েছেন। রোববার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার।

আরো দুই মুসল্লির মৃত্যু –
ইজতেমার লাশের জিম্মাদার আদম আলী সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে পটুয়াখালীর মো. বিল্লাল হোসেন (৩০) মারা গেছেন।

টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিতসক মো. মাহবুবুর রহমান চৌধুরী জানান, ইজতেমা ময়দানের টয়লেটে অজ্ঞাত এক মুসল্লি (৬৫) হঠাত অসুস্থ হয়ে দাঁড়ানো অবস্থা থেকে মাটিতে পড়ে যান। পরে উপস্থিত লোকজন তাকে রাত পৌনে তিনটার দিকে টঙ্গী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিতসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া বৃহস্পতিবার বিকেলে বগুড়ার শাহজাহানপুর থানার আব্দুর রহমান (৬৫) মারা যান।
এরআগে বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে লক্ষীপুর সদরের দীঘলিয়া এলাকায় মো. আব্দুল কুদ্দুস (৬০) এবং এ নিয়ে টঙ্গীতে দ্বিতীয় দফায় আগত চার মুসল্লির মৃত্যু হলো।

গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন উর রশিদ জানান, টঙ্গীর তুরাগ তীরে এবারের বিশ্ব ইজতেমার প্রথম দফার চেয়ে দ্বিতীয় দফায় অধিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে মুসল্লিরা নিরাপদে ইজতেমায় যাতায়ত করতে পারে এবং যাতে কোনো প্রবলেম না হয় তার জন্যে দেশের বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে। পুলিশ ও র‌্যাবের বেশ কিছু সিসি ক্যামেরার মাধ্যমে সার্বিক নিরাপত্তা মনিটরিং করা হচ্ছে।

এছাড়া বাইনোকুলার,হেলিকপ্টার টহল, মেটাল ডিটেক্টর, কন্ট্রোল রুমও স্থাপন করা হয়েছে। পুরো এলাকায় সাদা পোশাকে পাঁচস্তরে নিরাপত্তা নজরদারি চলছে।

বিদেশি মুসল্লি:
ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে বৃহস্পতিবার (রাত ৮টা পর্যন্ত) মিসর, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরাত, কাতার, ভারত, সুদান, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশের কয়েক  হাজার মুসল্লি যোগ দিয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া