adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছয় বছরের মধ্যে ডিএসইর সর্বোচ্চ লেনদেন

dseডেস্ক রিপাের্ট : পুঁজিবাজারে ব্যাংকিং খাতের শেয়ারে তেজিভাব দেখা দিয়েছে। সোমবার বাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২৮টির শেয়ারদর বেড়েছে। কমেছে একটির আর অপরিবর্তিত রয়েছে একটি ব্যাংকের শেয়ারের দাম। এ খাতের শেয়ারের দাম বেড়েছে গড়ে ৪ দশমিক ৭০ শতাংশ। খাতভিত্তিক দাম বৃদ্ধির ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে সেবা খাত। এ খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম গড়ে ১ দশমিক ৮০ শতাংশ বেড়েছে।
 
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, ২৩ জানুয়ারি সোমবার ডিএসইতে ১৫৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ১৪২টির। শেয়ারের দাম বাড়ার তালিকায় খুব বেশি কোম্পানি না থাকলেও ব্যাংকিং খাতের প্রভাবে বেড়েছে সূচক। ডিএসইর সার্বিক মূল্য সূচক ডিএসইএক্স সোমবার বেড়েছে ৬৬ পয়েন্ট।
 
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং খাতের মূলধন অনেক বেশি। তাই এ খাতের শেয়ারের দাম বাড়লে সূচকে এর প্রভাবও অনেক বেশি। অন্য খাতের তুলনায় ব্যাংকিং খাতের প্রভাবই সূচকে বেশি। এ খাতের শেয়ারের দাম কমলেও প্রভাব পড়ে ব্যাপকভাবে।
 
তথ্যে দেখা গেছে, সোমবার ডিএসইতে শেয়ারের দাম বৃদ্ধির ক্ষেত্রে শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে ৫টিই ছিল ব্যাংক। এরমধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংক। আইডিএলসির বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার বাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংকিং খাত ঘিরে। এ খাতে লেনদেন হয়েছে ৫১২ কোটি টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ২৩ দশমিক ৫০ শতাংশ।
 
ব্যাংকিং খাতের শেয়ারের দাম বৃদ্ধি প্রসঙ্গে বিনিয়োগকারীরা বলছেন, ব্যাংকগুলো প্রতি বছর অন্তত ১০ শতাংশ হলেও লভ্যাংশ দেয়। ব্যাংকগুলো নিজেদেরকে ‘এ’ ক্যাটাগরিতে রাখতে হলেও এ লভ্যাংশ দেয়। সেই হিসেবে ব্যাংকগুলোর দাম নিচেই রয়েছে। তাছাড়া অন্য খাতের কোম্পানিগুলো অল্প লভ্যাংশ দিলেও তাদের যে শেয়ারের দাম হয় সে তুলনায় ব্যাংকের দাম কম। তাই বিনিয়োগকারীদের এদিকে আগ্রহ রয়েছে। তবে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, ব্যাংকিং সেক্টরের খেলাপি ঋণ নিয়ে অনাস্থা রয়েছে। দিন দিন খেলাপি ঋণ যেভাবে বাড়ছে তাতে ব্যাংকের শেয়ারের দাম খুব বেশি বাড়া ইতিবাচক নয়। তবে খেলাপি ঋণ বাড়লেও সার্ভিস চার্জসহ বিভিন্ন খাত থেকে ব্যাংকগুলোর মুনাফা প্রতিবছরই বাড়ছে। এজন্যই বিনিয়োগকারীরা ব্যাংকের শেয়ারের দিকে ভিড়ছেন।
 
ব্যাংকের শেয়ারের দাম বাড়া প্রসঙ্গে সোমবার হারুন সিকিউরিটিজের বিনিয়োগকারী আব্দুল মান্নান বলেন, আগামী দুই তিন বছরের মধ্যে পুঁজিবাজার একটি শক্ত অবস্থানে যাবে। সরকারের পক্ষ থেকে এমন কথা বলা হচ্ছে। আর পুঁজিবাজার শক্ত অবস্থানে যেতে হলে ব্যাংকের শেয়ারের দাম বাড়বেই। কারণ ব্যাংকের শেয়ারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের একটা বিশেষ আগ্রহ থাকে।
 
এদিকে সোমবার ডিএসইতে ২ হাজার ১৮০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা ২০১০ সালের ৭ ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ। এ হিসাবে লেনদেন প্রায় ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। সোমবার ডিএসইর মূল্যসূচক ডিএসইএক্স ৬৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। যা আগেরদিনের তুলনায় ৬৬ পয়েন্ট বেশি। সোমবার ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো’র শেয়ার। এদিন কোম্পানিটির শেয়ারে ৬৭ কোটি ৪৫ লাখ টাকা লেনদেন হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ১৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৪৬ পয়েন্টে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া