adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশকে হারাতে চাই :উইলিয়ামসন

WILIUMSONস্পোর্টস ডেস্ক : দলের সেরা ক্রিকেটাররা আইপিএলে ব্যস্ত থাকায় আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দ্বিতীয় সারির দল পাঠায় নিউজিল্যান্ড। সিরিজটা অবশ্য জিতে নিয়েছে টম ল্যাথামের দল। তবে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচটা হেরে যাওয়ায় খানিকটা খচখচানি অবশ্য রয়েই গেছে দলটির মধ্যে। এখন এসব নিয়ে আর ভাবতে চাইছেন না দলটির নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। একটি ম্যাচ নিয়ে নয় বরং পুরো টুর্নামেন্টে এখন তাঁর চোখ। শেষ পর্যন্ত লড়াই করে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিততে চান উইলিয়ামসন।

কিউই অধিনায়ক বলেন, ‘সেরা ক্রিকেটাররা আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় আয়ারল্যান্ডে রিজার্ভ ক্রিকেটারদের পাঠানো হয়। ছেলেরা ভালোই খেলেছে। তাদের খেলায় আমি সন্তুষ্ট।’ বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে হেরে যাওয়া প্রসঙ্গে কিউই অধিনায়ক বলেন, ‘একটা ম্যাচে হেরে যাওয়া মানে কিন্তু সবকিছু নয়। বাংলাদেশের বিপক্ষে আরেকটা ম্যাচ খেলব আমরা। সেই ম্যাচটায় জিতলে টুর্নামেন্টে অনেক দূর যাওয়া সম্ভব। আপাতত সেই দিকেই লক্ষ্য আমাদের।’
বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে যে ভুলগুলো হয়েছে চ্যাম্পিয়নস ট্রফিতে সেগুলো আর করতে চান না তিনি। উইলিয়ামসন বলেন, ‘এখন আর ভুলের কোনো সুযোগ নেই। সেই ম্যাচের ভুলগুলো শুধরে নিতে হবে আমাদের। টুর্নামেন্টে ভালো খেলার বিকল্প নেই।’
চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ ‘এ’ তে খেলছে নিউজিল্যান্ড। এই গ্রুপে কিউইদের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ২ জুন এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে নিউজিল্যান্ড। এনটিভি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া