adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ড. কামালের নতুন জোট ‘জাতীয় ঐক্য উদ্যোগ’

DR.-KAMAL-thereport24নিজস্ব প্রতিবেদক : বৈঠকের পর বৈঠক করে অবশেষে নাম চূড়ান্ত হলো ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন তৃতীয় রাজনৈতিক জোটের। ফেব্র“য়ারির মধ্যেই চারটি বিভাগীয় শহরে সমাবেশের পর ঢাকায় কনভেনশনের মাধ্যমেই গঠন করা হবে তৃতীয় এ রাজনৈতিক জোট। এ লক্ষ্যে জানুয়ারিতেই বিভাগীয় চার শহরে সমাবেশ করা হবে।
মতিঝিলে মঙ্গলবার ড. কামাল হোসেনের চেম্বারে তৃতীয় শক্তির উদ্যোক্তাদের সঙ্গে প্রায় ৫ ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা বলেছেন, প্রাথমিক অবস্থায় এ জোটের নাম ‘জাতীয় ঐক্য উদ্যোগ’ চূড়ান্ত হয়েছে। জোটের নেতা নির্বাচিত হয়েছেন গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন। প্রাথমিক অবস্থায় জোটে থাকছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ও নাগরিক ঐক্য।
অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর, জেএসডি সহ-সভাপতি এম এ গোফরান, নাগরিক ঐক্যের নেতা ইফতেখার আহমেদ বাবু প্রমুখ।
বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, মাহমুদুর রহমান মান্না, মোস্তফা মহসীন মন্টু, আব্দুল মালেক রতন, সুলতান মোহাম্মদ মনসুর, সুব্রত চৌধুরীকে নিয়ে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি চার বিভাগীয় শহরে সমাবেশের চূড়ান্ত তারিখ এবং জোটের কনভেনশনের ঘোষণাপত্র তৈরি করবে।
নতুন এ জোটে সিপিবি-বাসদ ও বিকল্পধারা বাংলাদেশ থাকছে কীনা- বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেননি জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বলেন, ‘আমরা অনেক দিন ধরে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম। আজকের (মঙ্গলবার) বৈঠকে আলোচনা প্রায় চূড়ান্ত রূপ লাভ করেছে। একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি চার বিভাগে সমাবেশের তারিখ চূড়ান্ত করবে। সমাবেশের পর আমরা ঢাকায় কনভেনশন করব।’
বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বৈঠকে আমরা জোটের নাম চূড়ান্ত করেছি। আশা করি, অচিরেই আপনারা একটি নতুন ধারার রাজনীতির প্ল্যাটফর্ম দেখতে পাবেন।’
জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ‘আমরা দেশের বর্তমান রাজনীতি নিয়ে কথা বলেছি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য করণীয় নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আমাদের জোট চার বিভাগীয় শহরে সমাবেশ করবে। আশা করছি, সমাবেশের পরই ঢাকায় কনভেনশনের মাধ্যমে আমরা চূড়ান্তভাবে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে পারব।’
এর আগে, তৃতীয় শক্তির নেতারা ৫ জানুয়ারি ‘ভোটারবিহীন’ নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে নিষেধাজ্ঞা সত্ত্বেও জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে মিলিত হয়েছিলেন। এ ছাড়া ৪ জানুয়ারি গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের বাসায় তারা দীর্ঘক্ষণ বৈঠকও করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) মান্নান প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া