adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ভারতীয় ডাকাতের হামলা

ocenডেস্ক রিপাের্ট : বঙ্গোপসাগরে মাছধরতে যাওয়া বাংলাদেশী ট্রলারে ভারতীয় ডাকাত দল সন্তোষ বাহিনী হামলা চালিয়েছে। এ ঘটনায় শহিদুল কাজী (৪৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছে। ভারতীয় ডাকাত দলের হামলার শিকার হওয়া এফবি শুকতারা-১ বৃহস্পতিবার সন্ধ্যায় আলীপুর মৎস্য ঘাটে ফিরে এসে এ তথ্য জানায়।

জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে ভারতীয় ডাকাতদের এলোপাতাড়ি মারধরের ফলে জেলে শহিদুল কাজীসহ আরও দুই জেলে সাগরে ঝাপ দিয়ে প্রাণরক্ষার চেষ্টা চালায়। এসময় ওই ট্রলারের জাল ও মাছ লুট করা হয়। চালনার বয়ার বাইরে গভীর সমুদ্রে ভারতীয় ডাকাতদের হামলার এ ঘটনাটি ঘটেছে।

এফবি শুকতারা-১ ট্রলারের মালিক মো. রুহুল আমিন আকন জানান, ১৫ জন জেলে নিয়ে ৮ সেপ্টেম্বর আলীপুর মৎস্য বন্দর থেকে ট্রলারটি ইলিশ শিকারের উদ্দেশ্যে সাগরে যায়। বুধবার রাতে ভারতীয় একটি ট্রলারে থাকা ডাকাত দল অতর্কিত হামলা মারধর শুরু করলে ট্রলারে থাকা জেলে শহিদুল কাজী, মাঝী হারুন ও মোতালেব সাগরে ঝাপ দিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করে। ডাকাতদের চলে যাওয়ার পর হারুন ও মোতালেবকে পুনরায় ট্রলারে উদ্ধার করা সম্ভব হলেও শহিদুল কাজীকে আর খুঁজে পাওয়া যায়নি।

ডাকাতির শিকার হওয়া ট্রলারের জেলে মজনু জানান, ডাকাতির পরপর আশেপাশের বেশ কয়েকটি ভারতীয় ট্রলারের জেলেদের সাথে কথা বললে তারা জানিয়েছেন, এটি সন্তোষ (ভারতীয়) বাহিনীর কাজ।

এ ঘটনার পর এফবি শুকতারা-১ নিখোঁজ জেলের অনুসন্ধান শেষে সন্ধ্যায় আলীপুর ঘাটে ফিরেছে। ডাকাতের হমলার ঘটনায় ১১ জেলেকে গুরুতর আহত অবস্থায় কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ জেলে শহিদুল কাজীর অস্থায়ী ঠিকানা আলীপুরে হলেও তার বাড়ী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার হাতেমপুর গ্রামে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান বলেন, বিষয়টি জেনেছি, হাসাপাতালে চিকিৎসাধীন জেলেদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া