adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলে দেয়া হলো ইনকিলাবের ছাপাখানা

image_75380_0ঢাকা: বিতর্কিত সংবাদ পরিবেশনের অভিযোগে সিলগালা করা দৈনিক ইনকিলাবের ছাপাখানা খুলে দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাপাখানা খুলে দেয়া হয় বলে পত্রিকার স্টাফ রিপোর্টার মাইনুল হাসান সোহেল বাংলামেইলকে নিশ্চিত করেছেন।
সোহেল জানান, সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের চার জন কর্মকর্তা এসে ছাপাখানা  খুলে দেন।
তবে উচ্চ আদালতে এ বিষয়ে একটি রিট পিটিশন থাকায় এখনই পত্রিকা প্রকাশ করছে না ইনকিলাব কর্তৃপক্ষ। আগামীকাল রোববার রিটটির শুনানি রয়েছে। আদালতের আদেশের ওপর পত্রিকা প্রকাশ নির্ভর করছে বলে জানায় কর্তৃপক্ষ।সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযান নিয়ে একটি সংবাদ প্রকাশের জের ধরে গত ১৬ জানুয়ারি রাতে দৈনিক ইনকিলাবের ছাপাখানা সিলগালা করে তিন সাংবাদিককে আটক করে পুলিশ। সেদিনই সন্ধ্যায় ওয়ারী থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করা হয়। ২৯ জানুয়ারি পত্রিকার প্রতিবেদক আতিকুর রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এর আগে এরপর ১৮ জানুয়ারি পত্রিকাটির ওয়েবসাইটে ‘আমরা দুঃখিত’ শিরোনামে একটি বিবৃতি প্রকাশ করা হয়।
পত্রিকাটি ‘সাতক্ষীরায় যৌথবাহিনীর অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা’ শিরোনামে একটি খবর প্রকাশ করে গত ১৬ জানুয়ারি। ওই প্রতিবেদনে বলা হয়, ‘তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সাতক্ষীরায় গণআন্দোলন দমাতে সরকার ভারতীয় বাহিনীকে অপারেশনে নামিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমতি সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লির কাছে এ সেনা সহায়তা চেয়ে চিঠি দেয়।’
গত ২৬ জানুয়ারি পত্রিকার ছাপাখানা বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে এবং খুলে দেয়ার দাবিতে রিট করা হয়। আগামীকাল রোববার এ রিটের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া