adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জকোভিচকে হারিয়ে ফাইনালে নাদাল

Rafael-Nadalস্পাের্টস ডেস্ক : মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল টেনিসের দুই সাবেক নাম্বার ওয়ান তারকা। এরা হলেন নোভাক জকোভিচ এবং রাফায়েল নাদাল। এ দুজনের এটি ৫০তম মুখোমুখি লড়াই ছিল। যেখানে সাত ম্যাচ পরে জকোভিচের বিপক্ষে জয়ের দেখা পেলো নাদাল।

২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সর্বশেষ জোকোভিচকে হারিয়েছিলেন নাদাল। এরপর থেকেই স্প্যানিশ টেনিস তারকার বিপক্ষে দুর্দান্ত খেলতে থাকেন জোকোভিচ। নাদালের বিপক্ষে টানা সাত ম্যাচ জিতে নেন সার্বিয়ার এই টেনিস তারকা। অবশেষে শনিবার জোকোভিচের জয়রথ থামালেন নাদাল।

মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল এদিন ৬-২ এবং ৬-৪ সেটে পরাজিত করেন নোভাক জোকোভিচকে। সেইসঙ্গে টুর্নামেন্টের ফাইনালেও জায়গা করে নেন ৩০ বছর বয়সী নাদাল।

ম্যাচ জয়ের পর নাদাল বলেন, ‘দারুণ একটা জয়। জোকোর বিপক্ষে জিততে হলে আপনাকে নিশ্চিত সেরাটাই খেলতে হবে। অন্যথায় তা মোটেই সম্ভব না।’

ফাইনালে নাদালের প্রতিপক্ষ হবেন ডমিনিক থিয়েম ও পাবলো কুয়েভাসেরর মধ্যকারের সেমিফাইনালের বিজয়ী। এ টুর্নামেন্টের চারবারের বিজয়ী নাদালের সামনে শিরোপা পুনরুদ্ধারের হাতছানিই দিচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া