adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হেরে গেলো বায়ার্ন মিউনিখ, শিরোপার জয়ের অপেক্ষা বাড়ল

স্পোর্টস ডেস্ক : আধিপত্য বায়ার্নেরই ছিলো। তারপরেও হার। ভাগ্য মন্দ বলেই এমনটা হলো। শ্বাসরুদ্ধকর ম্যাচে মেইনজের বিপক্ষে হেরে জার্মান বুন্দেস লিগায় টানা নবম শিরোপা জয়ের অপেক্ষা বাড়ল বায়ার্ন মিউনিখের।
শনিবার প্রতিপক্ষের মাঠে ১-২ গোলে হেরেছে বায়ার্ন। শিরোপা নিশ্চিত করার জন্য অবশ্য বাকি তিন ম্যাচের একটিতে জয় পেলেই হবে দলটির।

অবশ্য তার আগেও নিশ্চিত হয়ে যেতে পারে বায়ার্নের শিরোপা। টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লাইপজিগ রবিবার ঘরের মাঠে স্টুটগার্টের বিপক্ষে হেরে গেলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে বায়ার্নের। ৩১ ম্যাচে ২২ জয় ও পাঁচ ড্রয়ে বায়ার্নের পয়েন্ট ৭১। এক ম্যাচ কম খেলা লাইপজিগ ১০ পয়েন্ট কম নিয়ে আছে দুই নম্বরে।

এদিন প্রথমার্ধেই দুই গোল হজম করে আর ঘুরে দাঁড়াতে পারেনি বায়ার্ন। ম্যাচের ৩ মিনিটে ইয়োনাথান বুর্কহার্টের নৈপুণ্যে মেইনজ এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রবিন কুয়াইসন। শেষ দিকে বায়ার্নের একমাত্র গোলটি করেন রবার্ট লেভানডোস্কি। – গোল ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া