adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নমিনেশন পেপার জমা দিতে এসে উত্তেজিত মনজুর কাদের

Monjur Kaderজহির ভূইয়া ঃ ‘বাঁচাও ফুটবল’ ব্যানারে কাজী সালাউদ্দিন প্যানেলের বিরোধী পক্ষ আজ বিকেলে বাফুফে ভবনে নির্বাচন কমিশনারের কাছে ১৫ জনের নমিনেশন পেপার জমা দিয়েছে। নরসিংদী ২ আসনের সাংসদ কামরুল আশরাফু পুটনের নেতৃত্বে পুরো প্যানেল জমা দেয়া সম্ভব হয়নি বিরোধী জোটের। নমিনেশন পেপার জমা দেবার পর পুটন কাজী সালাউদ্দিন, সালাম মুর্শেদী আর বাদল রায়ের রুমে গিয়ে কুশল বিনিময় করলেন। তবে এর আগে পুটন, দেওয়ান শফিউল আরেফিন টুটুন, মনজুর কাদের, লোকমান হোসেন ভুইয়া সহ ১৫ জনের প্যানেল সাংবাদিক সম্মেলন করলেন। কথা বললেন মুলত শেখ জামাল ক্লাবের সভাপতি মনজুর কাদের। তবে উত্তেজিত মনজুর কাদের।

অবশ্য তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার শুরুতেই বাজে ব্যবহার করলেন। মনজুর কাদের দুই জন সিনিয়র সাংবাদিককে ধমক দিলেন এবং প্রশ্ন না করার জন্য কঠিন কণ্ঠে হুকুম দিলেন। পরে পরিস্থিতি শান্ত হলেন মনজুর কাদের ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে এসি নেই, বিদ্যুৎ নেই এসব নিয়ে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করলেন। বলেন,‘আমরা আসব তারা জানেন। আমার এদেশের ফুটবল চালাই। তাহলে কেন বিদ্যুৎ নেই! এসি নেই! মাইক বন্ধ? এদেশের ফুটবল কোথায় চলেছে বুঝতে পারছেন তো?

কাদের বলেন,‘আমরা বাধ্য হয়েই এই প্যানেল দিয়েছি। ৮ বছরে এদেশের ফুটবল নিয়ে অনেক ছিনিমিনি খেলা হয়েছে। আমরা এদেশের ফুটবল বাঁচাতে ‘সো-কল’ কথা বলতে আসিনি। ক্রিকেট যেমন উচ্চতায় দাঁড়িয়ে আছে তেমননি একটি উচ্চতায় ফুটবলকে আমরা নিয়ে যেতে চাই।’

১৫ জন কেন? পুরো প্যানেল নয় কেন? প্রশ্ন করা হলে মনজুর কাদেরই জবাব দিলেন। বলেন,‘আমাদের এই প্যানেলে সিনিয়র সহ-সভাপতি পদে আমি, টুটুল ও লোকমান হোসেন পেপার কিনেছি। এখান থেকে দুই জন বসে যাবে। এছাড়াও আমাদের প্যানেলের কিছ হিসেব বাকী আছে। সব কিছু আমরা ২১ তারিখ আনুষ্ঠানিক ভাবে ঘোষনা দেব। এবং প্যানেল পরিচিত করাব। মুলত আমি পাবলিক প্রেসারের কারনে পেপার কিনেছি। প্যানেলে আমার নামটা দেয়া হয়েছে মুলত টেকনিক্যাল কারনে।’

কাজাী সালাউদ্দিনের ৮ বছরের সমালোচনা করে মনজুর কাদের বলেন,‘আমি শেরে-ই বাংলা কাপ ও সৌরওয়াদী কাপের জন্য বাজেট চেয়েছি। বাফুফে আমাকে নাকচ কওে দেয়। অথচ মহিলা ফুটবলেরন জন্য ১৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হল। মহিলা ফুটবলের কোথায় ১৪ তোটি টাকা খরচ হল আমি জানতে চাই?। এদেশের ফুটবলের পাইপ লাইনে ফুটবলার নেই। হাতে গুনা কয়েক হালি ফুটবলার আছে। অথচ তিনি পরিকল্পনা করছেন বিশ্বকাপ খেলবেন! কি হাস্যকর পরিকল্পনা! আমরা দেশের ফুটবলকে বাঁচাতে চাই।’

এক নজরে কামরুল আশরাফ খান প্যানেল

সভাপতি কামরুল আশরাফ খান পুটন, সিনিয়র সহ-সভাপতি পদে শেখ জামাল ক্লাবের সভাপতি মনজুর কাদের। সিনিয়র সহ-সভাপতি পদে আরও দুই জন নমিনেশন পেপার কিনেছেন। মোহামেডান ক্লাবের ইনচার্জ অব ডিরেক্টর লোকমান হোসেন ভূইয়া ও দেওয়ান শফিউল আরেফীন টুটুল। নজিব আহমেদ সহ-সভাপতি ও আশরাফ হোসেন চুন্নু কিনেছেন সহ-সভাপতি পদে। সিনিয়র সহ-সভাপতি পদে রিরোধী শিবিরে তিনটি নমিনেশন পেপার কেনা হয়েছে।

৭ জন সদস্য পদে – শেখ মোহাম্দ আসলাম, আবদুর গাফার, নওশের উজ্জামান, আবু হাসান চৌধুরী প্রিন্স, কামরুন নাহার ডানা, রুম্মন ওয়ালী সাব্বির ও মোঃ কায়সার হামিদ। মোট ১৩টি নমিনেশন পেপার এই বিরোধী প্যানেল কিনেছে। এদের মধ্যে দুই জন – লোকমান হোসেন ও টুটুল সহ-সভাপতি পদেও নমিনেশন পেপার কিনেছেন। এ দুই জন দুই পদে কিনেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া