adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এরশাদ বললেন আর কত বহিষ্কার

Ershad1430567675ডেস্ক রিপোর্ট : ‘আর কত বহিষ্কার করব, দল তো শেষ হয়ে যাচ্ছে’ এ  কথা বলে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে ধমক দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসের শ্রমিক সমাবেশ শেষে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এরশাদের ধমক খেয়ে চুপসে যান দলের মহাসচিব। এ নিয়ে তিনি পরে আর কোনো কথা বলেননি। দলের বিশ্বস্ত সূত্র এ তথ্য জানিয়েছে।
জাতীয় শ্রমিক পার্টি মে দিবস উপলক্ষে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক সমাবেশের আয়োজন করে। সমাবেশে যখন দলের মহাসচিব বক্তব্য রাখছিলেন তখন তাকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টার পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত ও ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী ববি হাজ্জাজের অনুসারী ছাত্রসমাজের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মিজানুর রহমান হিমুর নেতৃত্বে একটি দল ‘দালাল, দালাল’ বলে চেঁচামেচি করছিলেন। সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এ আশঙ্কায় নেতারা গিয়ে তাকে শান্ত করেন। সমাবেশ শেষে এরশাদ দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিজ কক্ষে যখন যাচ্ছিলেন, তখন আবারও হিমুর নেতৃত্বে ওই দলটি পার্টির চেয়ারম্যানের সামনেই মহাসচিবকে ‘দালাল, দালাল’ বলে শ্লোগান দেয়। এতে তাদের উপর ক্ষুব্ধ হন মহাসচিব বাবলু। পরে দলের চেয়ারম্যানকে মহাসচিব বলেন, ‘স্যার, হিমু বেয়াদবি করেছে। তাকে বহিষ্কার করতে হবে।’ এ কথা শুনেই ক্ষেপে যান এরশাদ। মহাসচিবকে ধমকের সুরে বলেন, ‘আর কত বহিষ্কার করব, দল তো শেষ হয়ে যাচ্ছে।’ এ সময় দলের নেতারা উপস্থিত ছিলেন। কিন্তু তারা কোনো কথা বলেননি।
 
নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক কেন্দ্রীয় নেতা জানান, স্যারের অনিহার কারণে হিমুর বিরুদ্ধে বহিষ্কারের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন দলের মহাসচিব।  শুধু হিমু নয়, দক্ষিণের আহ্বায়ক বাবলা ও সদস্য সচিব রুবেলের বিরুদ্ধেও নালিশ জানিয়েছেন দলের মহাসচিব। তবে স্যার তার অভিযোগ আমলে নেননি।’
 
এ ব্যাপারে মিজানুর রহমান হিমু বলেন, ‘শ্রমিক সমাবেশে আমরা তাকে দালাল ডেকেছি, তার বিরুদ্ধে শ্লোগান দিয়েছি। সামনে আমরা এসব দালালদের প্রতিরোধ করব। যেকোনো মূল্যে আমরা দলকে দালালমুক্ত করব।’ মহাসচিব বাবলু, যুগ্ম-মহাসচিব রেজাউলের বহিষ্কার দাবি করেন হিমু।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া