adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুশফিকের ছক্কা মারার সামর্থ্য নেই: পান্ডে

PANDAYস্পোর্টস ডেস্ক : ভারতের বোলার হার্দিক পান্ডে বাংলাদেশের ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ছক্কা মারার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। এই পেসার জানিয়েছেন যে তার বলে মুশফিকের ছক্কা মারার সামর্থ্য নাই-এটা নাকি তিনি আগেই জানতেন। ‘স্পোর্টসকীডা’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
টি২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশ ইনিংসের শেষ ওভারে পান্ডে বল করেছিলেন। সেই ওভার নিয়ে পান্ডেকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মুহুর্তটাকে উপভোগ করতে ও কোনো চাপ না নিতে ধোনি আমাকে বলেছিলেন। দেখুন, আমি জানতাম, আমার বলে ছক্কা মারার মতো সামর্থ্য মুশফিকুর রহিমের নাই। তিনি সর্বোচ্চ একটা বাউন্ডারি মারতে পারেন; যা তিনি করেছিলেন। কিন্তু ছক্কা মারা তার সামর্থ্যের বাইরে।’

পান্ডে আরো বলেন, ‘যখন তিনি আমার বলে দুটি ছক্কা মেরে আগেভাগেই উদযাপন করছিলেন, আমি তাকে বলেছিলাম যে ম্যাচ এখনো শেষ হয়নি এবং সে অকাজে সময় নষ্ট করতে পারে। তাদের তখনও দুই রান দরকার ছিল। রহিম ও মাহমুদুল্লাহ উভয়ই গৌরবের মার দিতে গিয়েছিলেন এবং উইকেট দিয়ে বিদায় নিয়েছিলেন।’

ভারতের বোলার আরো বলেন, ‘অনভিজ্ঞ বাংলাদেশের ব্যাটসম্যানরা সেখানে তাই দেখিয়েছিল। যে কোনো খেলোয়াড় আগে জয় নিশ্চিত করত। কিন্তু তারা তীরে এসে তরী ডুবাল।’

শেষে বলে ইয়র্কর না দেয়ার পিছনে যুক্তি দিয়ে পান্ডে বলেন, ‘ধোনি এবং আমি ভেবেছিলাম ইয়র্করের চেয়ে লেন্থ বল দেয়াই ভালো। কারণ একজন নিচের সারির ব্যাটসম্যান ইয়র্কর বল ব্যাটে লাগিয়ে দিতে পারেন। এতে সেটা বাউন্ডারি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সে একটা ভালো লেন্থের বল ব্যাটে নাও লাগাতে পারে। ইয়র্কর না দেয়ার পিছনে এটাই কারণ ছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া