adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের সহকারী কোচ হ্যালসলের পদত্যাগ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসল পদত্যাগ করেছেন। বিসিবি তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। আগে থেকেই রিচার্ড হ্যালশলের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল।

বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘রিচার্ড আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা জেনেছি যে, তিনি পারিবারিক কারণে বিশেষ করে তার অসুস্থ বাবার পাশে থাকতে এমন সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবি তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে এবং পদত্যাগপত্র গ্রহণ করেছে।’

তিনি আরও বলেন, ‘গত চার বছর ধরে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। জাতীয় দলের অনেক সাফল্যের সঙ্গে তিনি জড়িত। বাংলাদেশ দলে অবদান রাখার জন্য রিচার্ডকে ধন্যবাদ। তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা।’

এক বিবৃতিতে বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন রিচার্ড হ্যালসল। তিনি জানিয়েছেন, ‘আমি বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে অসাধারণ চারটি বছর কাটিয়েছি। চমৎকার কিছু সহকর্মীর সঙ্গে আমি কাজ করেছি।’

তিনি আরও জানিয়েছেন, ‘আমার পরিবারকে যেভাবে গ্রহণ করা হয়েছে তাতে আমি সর্বদা কৃতজ্ঞ থাকব। ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্মৃতি আমার মনে থাকবে। বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে কাটানো সময়কে আমি কখনো ভুলব না। দলের জন্য শুভকামনা রইল।’

গত সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরের পর বিদায় নেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এরপর জানুয়ারি-ফেব্রুয়ারিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ। এই তিনটি সিরিজে টাইগারদের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব দেয়া রিচার্ড হ্যালসলকে। এই তিনটি সিরিজেই হেরে যায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ শেষ করে নিদাহাস ট্রফিতে অংশ নেয় বাংলাদেশ। নিদাহাস ট্রফিতে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব দেয়া হয়। চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর এখনও প্রধান কোচ নিয়োগ দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া