adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তাজমহলের টানে ভারতে আসছেন কেট-উইলিয়াম

kate-middleton-prince-william-580x395ডেস্ক রিপোর্ট :  আগামী ১০ এপ্রিল ভারতে আসছেন সস্ত্রীক ব্রিটেনের যুবরাজ। সূত্রের খবর, তাজ মহলের সৌন্দর্য্যের টানেই এদেশে আসছেন প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন।
কেনসিংটন প্যালেসের মুখপাত্র জানিয়েছেন, ১০ এপ্রিল মুম্বইয়ে এসে পৌঁছবেন ডিউক এবং ডাচেস্ অফ কেমব্রিজ। যদিও সঙ্গে আনছেন না তাঁদের ছেলে জর্জ ও মেয়ে শার্লটকে। দুদিন দিল্লিতে থাকবেন তাঁরা। এরপর ১২-১৩ তারিখ যাবেন কাজিরাঙা অভয়ারণ্যে। চারদিনের ভারত সফরের পর ১৪ এপ্রিল তাঁরা পাড়ি দেবেন ভুটানে। যাবেন সেখানকার রাজধানী থিম্পুতে। ভুটান ঘুরে ১৬ এপ্রিল ফের ভারতে ফিরে আসবেন যুবরাজ দম্পতি। সেদিনই তাজমহল দেখতে যাবেন তাঁরা। এরপর নিজের দেশের উদ্দেশ্যে উড়ে যাবেন তাঁরা। ঘটনাচক্রে ২৪ বছর আগে ১৯৯২-এ তাজমহলের সামনেই ছবি তুলেছিলেন প্রিন্স উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানা। তখন ডায়ানার বয়স ৩০।
বছর ৩৩-এর উইলিয়াম এবং ৩৪-এর কেট ভারত, ভুটান সফরের ব্যাপারে বেশ আশাবাদী বলে জানিয়েছেন মুখপাত্রটি। ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার বিষয়েও আশাবাদী তাঁরা। ভারতের ইতিহাস, সমকালীন ভারতীয় জীবন, ২১ শতককে নতুন রূপ দিতে কী ভাবছে তরুণসমাজ, তাঁদের ভূমিকা, আশা-আকাঙক্ষা, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য, সৃজনশীলতা, গ্রামীণ জীবন, দারিদ্র্য দূরীকরণ প্রচেষ্টা, প্রভৃতি বিষয়গুলি পর্যবেক্ষণ করতে চান তাঁরা।
গত বছর নভেম্বরে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিটেন গিয়েছিলেন, তখনই তাঁদের এদেশে আসার কথা ঘোষণা করা হয়েছিল।। ভারত-ব্রিটেন সম্পর্কের উন্নতির জন্য ব্রিটিশ সরকারের অনুরোধ মেনেই তাঁরা আসছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া