adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘পাকিস্তানের সন্ত্রাসের দুর্নাম ঘোচাতে গিয়ে আমরা সন্ত্রাসবাদের কথার বলি হলাম কি?’

SURONJIT-OCTনিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘আমদের ক্রিকেটভাগ্য তুঙ্গে। বৃহস্পতি যখন তুঙ্গে তখন বাংলাদেশ-অস্ট্রেলিয়া খেলা হবে, আমরা মুখিয়েছিলাম। কিন্তু খেলা হলো না। কেন হলো না? বিশ্বের কোনোকিছু রাজনীতির ঊর্ধ্বে নয়।’
তিনি বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদে আক্রান্ত দেশ পাকিস্তানে কী দরকারে আমাদের মহিলা ক্রিকেট দলকে পাঠালাম? ওই দেশেটির সন্ত্রাসের দুর্নাম ঘোচাতে গিয়ে আমরা সন্ত্রাসবাদের কথার বলি হলাম কি?’
বিষয়টি ভেবে দেখতে বলেন আওয়ামী লীগের এ প্রবীণ নেতা। ‘জাতিসংঘে চ্যাম্পিয়নস অব দ্য আর্থ এবং আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কারপ্রাপ্তিসহ বাংলাদেশের উন্নয়ন ও বিশ্বদরবারে মর্যাদা সমুন্নতকরণে শেখ হাসিনার অবদান’ শীর্ষক শুক্রবারের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ ও আমরা নগরবাসী নামের দুটি সংগঠন যৌথভাবে এ সভার আয়োজন করে।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘মেডিকেলে ভর্তি নিয়ে নানা কথা বলা হচ্ছে। অকাট্য প্রমাণ থাকলে বলুন। তা না হলে অকারণে বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে না। আমরা আর পরীক্ষা নিয়ে প্রশ্নপত্র ফাঁসের গল্প শুনতে চাই না।’
তিনি বলেন, ‘ইতালীর নাগরিকের হত্যার ঘটনা নিয়ে যে কথার জট তৈরি হয়েছে অচিরেই তার সমাধান হবে। কূটনৈতিক জোনে ওই খুনের ঘটনায় এটা প্রমাণ হয়েছে যে, সেখানে আরও বেশি নিরাপত্তা ও শৃঙ্খলা থাকা দরকার ছিল।’
তিনি আরও বলেন, ‘উন্নয়নের গতিকে থামিয়ে দিতে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণœ করতে এমন হত্যার ঘটনা ঘটেছে কিনা, তাও খতিয়ে দেখতে হবে। আন্তর্জাতিক জঙ্গিবাদের সঙ্গে এর সংশ্লিষ্টতার বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে। তবে ইতালীর কূটনীতিক আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে একমত হয়েছেন যে, এর সঙ্গে আইএসআইয়ের সংশ্লিষ্টতা নেই।’
‘গুলশানের ওই বিষয় নিয়ে অনেক প্রচারণা চলছে। কিন্তু আমেরিকার স্কুলে ১০ জন ছাত্র খুনের ঘটনা নিয়ে কেউ প্রশ্ন তুলছে না’। আওয়ামী লীগের এ উপদেষ্টা বলেন, ‘ধরিত্রীর সর্বশ্রেষ্ঠ কন্যার পুরস্কার পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরও গৌরবের শীর্ষচূড়ায় পৌঁছে দিয়েছেন। তাই উষ্ণ সংবর্ধনা দিয়ে আমাদের সকলকে তার প্রতি আনুগত্য ও কৃতজ্ঞতা জানাতে হবে।’
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে গর্বের পুরস্কার নিয়ে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতবড় অহঙ্কারের পুরস্কার এ জাতি আর কখনো পায়নি। এ যাবৎ তিনি ৩৭টি পুরস্কার জাতিকে উপহার দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ অর্থাত ধরিত্রীর সর্বশ্রেষ্ঠ কন্যা। এক দিনে ধরিত্রীর সর্বশ্রেষ্ঠ কন্যা হওয়া যায় না। এ জন্য জ্ঞান, মেধা, দূরদর্শিতা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি থাকা লাগে। ধরিত্রীর শ্রেষ্ঠ কন্যা পুরস্কার পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে একটি সুউচ্চ শৃঙ্গে উঠানোর পাশাপাশি আমাদেরও গৌরবের শীর্ষচূড়ায় পৌঁছে দিয়েছেন। তাই তাকে উষ্ণ সংবর্ধনা দিয়ে তার প্রতি আমাদের আনুগত্য ও কৃতজ্ঞতা জানাতে হবে।’
সুরঞ্জিত বলেন, ‘ধরিত্রীর কন্যা ও মানবতার মুখপাত্র হিসেবে শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো সকলের দায়িত্ব ও কর্তব্য। তাই সকল সঙ্কীর্ণতার ঊর্ধ্বে উঠে তাকে অভিনন্দন জানানো উচিত।’
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, হাসিবুর রহমান মানিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অরুণ সরকার রানা, বাংলাদেশ আওয়ামী প্রজš§ লীগের কামরুল ইসলাম, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি এ্যাডভোকেট জিন্নাত আলী খান, বাংলাদেশ আওয়ামী লীগের সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন আমরা নগরবাসীর সভাপতি এ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম খান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া