adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেটের দুই সাবেক সঞ্জয় মাঞ্জেরেকার ও পিটারসন বলেছেন, আইপিএলের হাত ধরেই ঘুরে দাঁড়াবে ভারতের অর্থনীতি

স্পাের্টস ডেস্ক : এপ্রিল- মে মাসে সম্ভব না হলে জুলাই-অগস্ট। কিন্তু যখনই হোক, যতো ছোট করেই হোক, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) করা উচিত। শুধু তাই নয়। করোনা প্রভাব শেষে ভারতীয় অর্থনীতির প্রত্যাবর্তন মঞ্চ হিসেবে আইপিএলকেই ব্যবহার করা দরকার। অন্য কারও নয়। এ মন্তব্য ভারত ও ইংল্যান্ডের দুই প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেরেকর এবং কেভিন পিটারসেনের ।

গত ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিলো আইপিএল। কিন্তু করোনা প্রকোপের জেরে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে এই মেগা টুর্নামেন্ট। মাঝে একের পর এক বিশ্ব ইভেন্ট স্থগিত হয়ে গেছে। যতোদিন যাচ্ছে, ততো আইপিএল হওয়ার সম্ভাবনা কমছে ক্রমশ। যতদূর যা খবর, তাতে দেশজুড়ে চলা লকডাউন না ওঠা পর্যন্ত কোনও কিছু ঠিক করার অবস্থায় নেই ভারতীয় বোর্ড। – সংবাদ প্রতিদিন

লকডাউন উঠলেও আইপিএল করা যাবে কি না বা করলেও সেটা কতটা পূর্ণাঙ্গ ভাবে করা সম্ভব, সেটাই প্রশ্ন। কারণ লকডাউন আগামী ১৫ এপ্রিল উঠে গেলেও এয়ারপোর্ট কতোদিন বন্ধ রাখা হবে, কোনও ঠিক নেই। তা ছাড়া শুধুমাত্র ভারত নয়। বিদেশেও বহু এয়ারপোর্ট বন্ধ। সেটা হলে বিদেশি ক্রিকেটাররা আসবেন কীভাবে?

স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে পিটারসেন বলেছেন, ছোট করে হলেও জুলাই-অগস্ট মাসে হোক আইপিএল। আইপিএল দিয়েই ক্রিকেট মরশুম শুরু করা উচিত। বিশ্বের প্রতিটা ক্রিকেটার আইপিএল খেলতে মুখিয়ে আছে। এতে তো অর্থনৈতিক লাভও আছে। ফ্র্যাঞ্চাইজিদের কাছে কিছু টাকা পয়সা আসবে। দেশের অর্থনীতিতে কিছু টাকা ঢুকবে। – জি নিউজ

ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকরও একই কথা বললেন। তারা বলেন, সরকারের গ্রিন সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে আইপিএল করা উচিত। আর আইপিএল মানে তো শুধু বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি নয়। আইপিএলের উপর প্রচুর লোকের রুজি রোজগার নির্ভর করে। তাই আইপিএল শুরু করলে দেশের অর্থনীতির বাজারটাও শুরু হবে। – ইন্ডিয়ান এক্সপ্রেস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া