adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসির কাছেই হেরে গেলাে কলম্বিয়া

mesiস্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিই একাই যেন কলম্বিয়াকে হারিয়ে দিলেন। নিজে করলেন দুর্দান্ত একটি গোল বাকি দুটিতেও রাখলেন অবদান। বাংলাদেশ সময় বুধবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় ‍শুরু হওয়া ম্যাচে কলম্বিয়াকে ৩-০ তে হারিয়ে ২০১৮রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে ভালোভাবেই টিকে রইল আর্জেন্টিনা।

ম্যাচের আগে কলম্বিয়া গোলরক্ষক দাভিদ অসপিনা জানিয়েছিলেন মেসিকে ঠেকানো অসম্ভব। মাঠেও বারবার তাই প্রমাণিত হলো।

নতুন চাকরিটা খোয়ানোর শঙ্কা থেকে আপাতত মুক্ত হলেন  টানা চার ম্যাচে পয়েন্ট হারিয়ে রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্ব পার হতে না পারার শঙ্কায় পড়েছিল কোচ এদগার্দো বাউসা।

ম্যাচের দশম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া দুর্দান্ত ফ্রি-কিকে স্বাগতিকদের এগিয়ে নেন মেসি। বার্সেলোনার তারকা ফরোয়ার্ডের বাঁকানো শট ঠেকানোর তেমন একটা সুযোগ পাননি অসপিনা, বল ডান কোণের ক্রসবারের নীচে লেগে জালে ঢোকে। এই গোলের মধ্য দিয়েই জাতীয় দলের হয়ে ৫৭টি গোল হলো পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারের।

২৩তম মিনিটে মেসির মাপা ক্রসে মাথা ছুঁইয়ে ডান কোণা দিয়ে বল জালে পাঠান গনজালো হিগুয়াইনের জায়গায় একাদশে সুযোগ পাওয়া লুকাস প্রাতো। জাতীয় দলের হয়ে এটি তার দ্বিতীয় গোল।

৬৭তম মিনিটে মেসির বাড়ানো বলে একটু কঠিন কোণ থেকে ডি মারিয়ার জোরালো শট পোস্টে লাগে।

তবে ম্যাচের ৮৪তম মিনিটে মেসির বানিয়ে দেওয়া বলে স্কোর লাইন ৩-০ করেন ডি মারিয়া। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পা থেকে বল কেড়ে ডান দিক থেকে ডি-বক্সে ঢুকে নিজে শট না নিয়ে পিএসজি তারকার পায়ে বল তুলে দেন আর্জেন্টিনা অধিনায়ক। আর এতেই আর্জেন্টিনার জয় নিশ্চিত হয়ে যায়।

এই জয়ের ফলে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে এখন পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা। ১ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে আর্জেন্টাইন কোচ হোসে পেকারমানের দল কলম্বিয়া।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ চারটি দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপে। পঞ্চম দলটিকে প্লে-অফ খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের সেরা দলের সঙ্গে।

নিজেদের মাঠে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারানো একুয়েডর ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। সান্তিয়াগোতে উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়ে সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে চিলি। ২৩ পয়েন্ট নিয়ে ব্রাজিলের পেছনে থেকে দ্বিতীয় স্থানেই থাকল উরুগুয়ে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া