adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনের মার্শাল আর্ট স্কুলে অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : চীনের একটি মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে আগুন লেগে ১৮ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১৬ জন। শুক্রবার ভোরে হেনান প্রদেশে ঝেচেং কাউন্টিতে এ ঘটনা ঘটেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার রাত ৩টার দিকে একটি মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলে ভেতর থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এসময় ১৬ জন আহত হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জানাতে পারেনি কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়েছে, ওই মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের প্রধানকে আটক করা হয়েছে। তবে ওই ট্রেনিং সেন্টারের নাম প্রকাশ করেনি ‍কর্তৃপক্ষ।

চীনে প্রায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। দেশটির ভবনগুলোতে সামঞ্জস্যহীন নিরাপত্তা প্রোটোকল এবং মানহীন নির্মাণ সামগ্রীর কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

এর আগে ২০০০ সালে দেশটির লউয়াং শহরে বড়দিনের অনুষ্ঠানে একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০৯ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের অধিকাংশই ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গিয়েছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া