adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সামরিক আদালত প্রতিষ্ঠা নিয়ে পাক সিনেটে নানা প্রশ্ন, উদ্বেগ

1d336dd2041b79dfdb0c8cc6c81125fc_XLআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে সন্ত্রাসীদের বিচারের জন্য সামরিক আদালত প্রতিষ্ঠার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির বিরোধীদলীয় সিনেটররা। একইসঙ্গে তারা সামরিক আদালতের অপব্যবহার যাতে না হয় তার নিশ্চয়তা দাবি করেছেন।
গত কয়েকদিন আগে সামরিক আদালত প্রতিষ্ঠার বিষয়ে সর্বদলীয় সিদ্ধান্তের পর নতুন করে বিরোধীদলগুলোর পক্ষ থকে এ উদ্বেগ প্রকাশ করা হলো।
পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি সিনেটর রাজা রব্বানি এ নিয়ে সবচেয়ে সরব হয়েছেন। তিনি বলেছেন, সামরিক আদালত প্রতিষ্ঠার কোনো বৈধতা সংসদের নেই। সামরিক আাদলত প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ১৯৭৭ ও ’৯৮ সালে সামরিক আদালত প্রতিষ্ঠা করা হয়েছিল কিন্তু পরে আদালত তাকে অবৈধ বলে ঘোষণা করে। ওই সময় সামরিক আাদলত প্রতিষ্ঠার ফলাফলও সন্তোষজনক নয়। তিনি বলেন, সে সময় সামরিক আদালত প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়েছিল; এজন্য ইতিহাস থেকে শিক্ষা নেয়ার প্রয়োজন রয়েছে।
রাজা রব্বানি আরো বলেন, বেসামরিক গণতান্ত্রিক সরকার থাকার পরও সামরিক আদালত প্রতিষ্ঠা করা হলে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস হবে এবং জনমনে এ ধারণা তৈরি হবে যে, বেসামরিক প্রশাসন ব্যর্থ হয়েছে; তাদেরকে সরিয়ে দেয়া প্রয়োজন। তিনি বলেন, সামরিক আদালত প্রতিষ্ঠার মাধ্যমে সন্ত্রাসবাদের সমাধান সম্ভব নয় বরং এ জন্য বিচার ব্যবস্থাকে আরো কার্যকর ও শক্তিশালী করা দরকার।
মুত্তাহিদা কওমি মুভমেন্ট বা এমকিউএম’র সিনেটর ব্যারিস্টার ফারুক নাসিমও সামরিক আদালত প্রতিষ্ঠার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, সামরিক আদালত গঠন করা হলেও তা যেন রাজনৈতিক দলগুলোকে দমনে ব্যবহার না করা হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া