adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুখী দেশের তালিকায় বাংলাদেশ আরো এগোলো

HAPPYডেস্ক রিপোর্ট : বিশ্বের শান্তিপূর্ণ দেশের তালিকায় এগিয়েছে বাংলাদেশ। যেখানে পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমার পিছিয়েছে। বিশ্বের ১৬২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম। আগের বছর ছিলো ৯২তম অবস্থানে।
চলতি সপ্তাহে ইনস্টিটিউট ফর ইকোনোমিকস অ্যান্ড পিস ‘গ্লোবাল পিস ইনডেক্স’ (জিপিআই)বিশ্বের শান্তিপূর্ণ দেশগুলোর একটি সূচক প্রকাশ করে। সূচক প্রকাশে সহিংসতার মাত্রা, অভ্যন্তরীণ ও বহির্মুখী সহিংসতা ও সামরিক শাসনের মতো বিষয়গুলো বিবেচনা করেছে সংস্থাটি।
দক্ষিণ এশিয়ার সাতটি দেশের মধ্যে শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রথমে আছে ভুটান, এরপর নেপাল ও তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ। ১৬২টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১৪০, পাকিস্তান ১৫৪, শ্রীলঙ্কা ১০৩, মিয়ানমারের অবস্থান ১১৯তম।  
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে সূচকের শীর্ষে রয়েছে আইসল্যান্ড। এরপর ডেনমার্ক, অস্ট্রিয়া, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া ও চেক রিপাবলিক।
কম শান্তিপূর্ণ বা সহিংসতাপূর্ণ দেশ হিসেবে সূচকের তলানিতে রয়েছে সিরিয়া, ইরাক ও আফগানিস্তান।
আর বিশ্বের শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের অবস্থান বাংলাদেশেরও পরে। যুক্তরাষ্ট্রের অবস্থান ৯৪ তম।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া