adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসি নেই, ত্রাহিদশা আর্জেন্টিনার- ইকুয়েডরের স্মরণীয় জয়

Argentina+02স্পোর্টস ডেস্ক : এক মিনিটের মধ্যে দুই গোলে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছে ইকুয়েডর।
বিশ্বকাপ বাছাইপর্বে গত বিশ্বকাপ ও কোপা আমেরিকার ফাইনালের দলটিকে তাদের মাঠেই ২-০ গোলে হারায় ইকুয়েডর। দেশটির ফুটবল ইতিহাসে আর্জেন্টিনার মাটিতে তাদের বিপে এটা প্রথম জয়।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোলের দেখা মিলছিল না। তবে ৮১তম মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন সেন্টার ব্যাক ফ্রিকসন এরাসো। এক মিনিটের মধ্যেই পাল্টা আক্রমণ থেকে গোল করে জয় নিশ্চিত করেন ফেলিপে কাইসেদো।

বুয়েনস আইরেসে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ম্যাচের দশম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল অতিথিরা। তবে জেফারসন মনতেরোর শট পোস্টের বাইরে দিয়ে যায়।

১৭তম মিনিটে সার্জিও আগুয়েরোকে গোল বঞ্চিত করেন ইকুয়েডর গোলরক। এর দুই মিনিট পরেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় আগুয়েরোকে। দলের সবচেয়ে বড় তারকা মেসির চোটের কারণে তার ১০ নম্বর জার্সি পরেই খেলছিলেন দারুণ ফর্মে থাকা ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।

প্রথমার্ধে পাল্টা আক্রমণে আরেকটি সুযোগ তৈরি করেছিল ইকুয়েডর। বিরতির পরেও প্রথম ভালো সুযোগটি পেয়েছিল তারা। তবে ক্রিস্তিয়ান নোবোয়া পোস্টের বাইরে বল মেরে তা নষ্ট করেন।

আর্জেন্টিনার হাভিয়ের মাসচেরানো আর আনহেল দি মারিয়া এরপর দুটি সুযোগ নষ্ট করেন।

এরপরই এক মিনিটের মধ্যে দুই গোলে হতভম্ব হয়ে যায় জেরার্দো মার্তিনোর দল। নয় মিনিট বাকি থাকতে এরাসো নিচু হেডে গোলরক সের্হিও রোমেরোকে পরাস্ত করেন। আর ভালেন্সিয়ার পাস থেকে বল পেয়ে খুব কাছ থেকে জালে জড়াতে কোনো ভুল করেননি কাইসেডো।

দণি আমেরিকা অঞ্চলের আরেক পরাশক্তি ব্রাজিলও ২-০ গোলে হেরে যায় চিলির কাছে।

এর আগে লা পাসের উচ্চতা জয় করে বলিভিয়াকে ২-০ গোলে হারায় উরুগুয়ে।

দুই তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেস ও এদিনসন কাভানির অনুপস্থিতিতে গোল করেন দুই ডিফেন্ডার মার্তিন কাসেরেস ও দিয়েগো গদিন।

বাররানকিয়াতে পেরুকে একই ব্যবধানে হারাতে কলম্বিয়াকে জয় করতে হয়েছে উচ্চ তাপমাত্রাও।

কলম্বিয়ার তিওফিলো গুতিয়েরেস ৩৬তম মিনিটে দলকে এগিয়ে নেন। ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুন করেন এদউইন কারদোনা।

অন্য ম্যাচে দেলরিস গনসালেসের একমাত্র গোলে ভেনেজুয়েলাকে হারায় প্যারাগুয়ে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া