adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বদরুদ্দোজা চৌধুরী ও তার পুত্র মাহীর অভিনব জামায়াতবিরোধিতা

ডেস্ক রিপাের্ট : আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে ঐক্য গড়ার চেষ্টা করছে তাতে বাধা হিসেবে এসেছে স্বাধীনতাবিরোধী দল জামায়াতে ইসলামী। গণফোরাম নেতা ড. কামাল হোসেন এবং যুক্তফ্রন্টের নেতা এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী জানাচ্ছেন, জামায়াত জোটে থাকলে তারা ঐক্যে যাবেন না।

বাবা বদরুদ্দোজা চৌধুরীর মতোই ছেলে মাহী বি চৌধুরীও নানা টিভি টক শো আর নানা অনুষ্ঠানে জামায়াত নিয়ে আপত্তির কথা জানাচ্ছেন। বলছেন, এই দলটি জোটে থাকলে বিএনপির সঙ্গে ঐক্য সম্ভব নয়।

তবে বি চৌধুরী এবং মাহী বি চৌধুরীর এই জামায়াত বিরোধিতা অভিনবই বলতে হবে। কারণ, এই দলটির সঙ্গে জোটবদ্ধ হয়ে তারা দুই জনই রাজনীতি করেছেন এক সময়। আর তখন জামায়াত নিয়ে আপত্তির কথা তুলেননি বরং স্বাধীনতাবিরোধী দলটির সঙ্গে ঐক্যের পক্ষেই কথা বলেছেন।

আবার মাহী যখন জামায়াতের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন, তখন ফেসবুকে যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদীর সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভেসে বেড়াচ্ছে।

একইভাবে মাহীর বাবা এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পুরনো একটি ছবি নতুন করে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, এক অনুষ্ঠানে সাঈদীর হাত থেকে কোরআন শরিফ নিচ্ছেন তিনি। তখন তিনি রাষ্ট্রপতি। মাহীর মতোই তিনিও বলছেন, জামায়াত থাকলে জাতীয় ঐক্যে যাবেন না তিনি।

মাহী এবং তার বাবা বি. চৌধুরী-দুই জনই বিএনপির সংসদ সদস্য ছিলেন এবং তারা যখন ভোটে লড়েছেন, তখন তারা জামায়াতের সহযোগিতাও নিয়েছেন। ২০০১ সালে ভোটে জিতে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর বি চৌধুরীরে রাষ্ট্রপতি করা হয় এবং তার ছেড়ে দেয়া আসনে মাহী সংসদ সদস্য নির্বাচিত হন এবং সে নির্বাচনেও জামায়াত তার পক্ষে অবস্থান নেয়।

নির্বাচনকে সামনে রেখে ২০ দল ছাড়াও তৃতীয় শক্তি হওয়ার ঘোষণা দেয়া ‘যুক্তফ্রন্ট’ ও গণফোরামের সঙ্গে ঐক্য গড়তে মরিয়া বিএনপি যাকে তারা ‘জাতীয় ঐক্য’ বলছে। আর সুযোগ বুঝে যুক্তফ্রন্ট তিনশ আসনের মধ্যে ১৫০টি আসনে ছাড় দাবি করে বসে আছে।

আবার ড. কামাল হোসেন জামায়াত থাকলে ঐক্য নয়-এমন অবস্থান জানিয়েছেন। তার অতীতের রাজনৈতিক ভূমিকায় এই অবস্থান অভিনব বলা যায় না। বরাবর জামায়াতের বিষয়ে তার আপত্তি ছিল। কিন্তু এর মধ্যে বি চৌধুরী ও তার ছেলে মাহীর জামায়াত নিয়ে বক্তব্য ও অবস্থান একেবারেই নতুন।

বি চৌধুরী ও মাহী এমনও বলছেন, জামায়াতকে সঙ্গে নেয়ায় বিএনপির জনসমর্থন দিনদিন কমছে। তাই এ ব্যাপারে দলটির সতর্ক থাকা উচিত।

অথচ বদরুদ্দোজা চৌধুরীর রাজনৈতিক জীবনের শুরু থেকেই জামায়াতের সঙ্গে এক ধরনের যোগাযোগ ছিল।

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা ও গণহত্যা-নির্যাতনের দায়ে যুদ্ধের পর নিষিদ্ধ ছিল জামায়াত। পরে জিয়াউর রহমান ক্ষমতায় এসে তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দেন। আর একই সময়ে রাজনৈতিক জীবন শুরু করেন বি চৌধুরী, হয়ে যান বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব।

সেই আমলেই পাকিস্তানি পাসপোর্টে দেশে আসার সুযোগ পান গোলাম আযম, ভিসার মেয়াদ শেষ হলেও তিনি দেশ ছাড়েননি। পরে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি নাগরিকত্বও পান। তখনও বি. চৌধুরী মন্ত্রী ছিলেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপির পাঁচ বছর সরকারের বিরুদ্ধে রাজপথে যে আন্দোলন করেছে, সেখানে জামায়াতও পাশে ছিল। আর ১৯৯৯ সালে জোটবদ্ধ হয় দুই দল। ২০০১ সালে এই জোট ক্ষমতায় আসার পর আলবদর বাহিনীর দুই নেতা মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ হন মন্ত্রী।

তখন দুই দল মিলেই বি. চৌধুরীকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করে যদিও পরে বিএনপি অপমানজনকভাবে তাকে রাষ্ট্রপতির পদ ছাড়তে বাধ্য করে। রাষ্ট্রপতি হওয়ার আগে এবং পরে জামায়াতের বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিয়েছেন বি চৌধুরী।

কিন্তু হঠাৎ করে জাতীয় ঐক্য প্রক্রিয়া যখন এগিয়ে চলছে তখন জামায়াত নিয়ে এমন শর্ত দেয়া নিয়ে রাজনৈতিক মহলে নানা আলাপ আলোচনা চলছে। আর বিএনপির মধ্যেও এ নিয়ে নানা কথা রয়েছে। -ঢাকাটাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া