adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্রদ্রোহের মামলায় মুশাররফকে বিশেষ আদালতে তলব

image_59352_0ইসলামাবাদ: পাকিস্তানের একটি বিশেষ আদালত রাষ্ট্রদ্রোহিতার মামলায় সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মুশাররফকে তলব করেছে। একজন সরকারি কৌঁসুলি বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে মুশাররফের মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

মামলায় সরকার পক্ষের প্রধান কৌঁসুলি আকরাম শেখ বলেছেন, আগামী ২৪ ডিসেম্বর মুশাররফকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

পাকিস্তানের ইতিহাসে এই প্রথম রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কোনো সাবেক সামরিক শাসকের বিচার হতে যাচ্ছে। গতমাসে পাকিস্তানের সুপ্রিম কোর্ট রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মুশাররফের বিচার করার জন্য বিশেষ আদালত গঠনে সম্মতি দেয়।

সুপ্রিম কোর্টের সম্মতি নিয়ে নওয়াজ শরিফ সরকার এ ব্যাপারে একটি বিশেষ আদালত গঠন এবং তিনজন বিচারপতি নিয়োগ দিয়েছে। বিচারপতি ফয়সাল আরবাবের নেতৃত্বাধীন বিচারপতিদের প্যানেল শুক্রবার মুশাররফের বিরুদ্ধে সরকারের আনা চার্জ-শিট গ্রহণ করে তার বিরুদ্ধে রুল জারি করে।

পাকিস্তানির সংবিধান অনুযায়ী, ওই সংবিধান স্থগিত করার বিষয়টিকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে গণ্য করা যাবে। ১৯৯৯ সালে ততকালীন নওয়াজ শরিফ সরকারকে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন মুশাররফ। তবে ওই ঘটনার এক বছর পর দেশটির সুপ্রিম কোর্ট তার ক্ষমতা গ্রহণকে বৈধতা দেয়। কিন্তু তার বিরুদ্ধে সংবিধান স্থগিত রাখার যে অভিযোগটি আনা হয়েছে তা ২০০৭ সালের জরুরি অবস্থা ঘোষণার সময়কার। ওই বছর তিনি বিচার বিভাগের সঙ্গে টানাপড়েনে জড়িয়ে সংবিধান স্থগিত এবং জরুরি অবস্থা জারি করেছিলেন। সূত্র: আইআরআইবি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া