adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৭১ নিয়ে মোদীর বক্তব্যে খ্যাপা পাকিস্তান

BBCডেস্ক রিপোর্ট : বাংলাদেশ সফরের সময় রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া ৭১ নিয়ে বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান। এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

বিবিসি তার রিপোর্টে বলছে, মঙ্গলবার ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে পাকিস্তান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র কাজি খলিলুল্লাহ এক বিবৃতির মাধ্যমে এ ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়েছে, মি. মোদীর বক্তব্য নতুন করে প্রমাণ করে ১৯৭১ সালে প্রতিবেশী সার্বভৌম রাষ্ট্রে ভারত নাক গলিয়েছিলো।
পাকিস্তান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র কাজি খলিলুল্লাহ বলেন, "এটা অত্যন্ত দুঃখের বিষয় ভারতীয় রাজনীতিবিদরা জাতিসংঘের সনদ লঙ্ঘন করে শুধু যে অন্যদেশে নাকই গলান তাই নয়, সেটা নিয়ে তারা গর্বও করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত ভাষণে ভারতীয় প্রধানমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে কথা বলেন। সে সময় নরেন্দ্র মোদী পাকিস্তানের কড়া সমালোচনা করেন।
হিন্দিতে দেওয়া মি. মোদী তার ভাষণে বলেন," পাকিস্তান সর্বক্ষণ ভারতকে বিরক্ত করছে, যন্ত্রণা সৃষ্টি করছে……… (পাকিস্তান) সন্ত্রাসকে মদত দিচ্ছে……..একের পর এক সেখানে সন্ত্রাসী হামলা ঘটছে।
মি. মোদীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান সবসময় ভারতের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান ও প্রতিবেশী সূলভ সম্পর্ক অব্যাহত রাখতে চায়। সেই সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রীর মোদীর এ ধরণের বক্তব্য দুর্ভাগ্যজনক।’

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সাথে পাকিস্তানের 'ভ্রাতৃত্বপূর্ণ' সম্পর্কে বিভেদের বীজ বপনের চেষ্টা করছে ভারত। সেই চেষ্টা সফল হবে না।

বলা হয়েছে, "পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে শুধু যে ধর্মীয় ঐক্য রয়েছে তাই নয়, ঔপনিবেশবাদের বিরুদ্ধে স্বাধীনতার লড়াইতেও এই দুই দেশের ইতিহাস অভিন্ন।"

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পূর্ব পাকিস্তানের সার্বভৌমত্বে ভারত নাক গলিয়েছে, ভারতের এই  স্বীকৃতির বিষয়ে পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন করেছে এটা নজরে নেয়ার জন্য।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া