adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হানাহানির ছাত্ররাজনীতি চায় না মানুষ

Ashrafনিজস্ব প্রতিবেদক : রাজধানীতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আজ রোববার ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন সৈয়দ 
জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘হানাহানির ছাত্ররাজনীতি এ দেশের মানুষ আর দেখতে চায় না।’ আজ রোববার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত আলোচনাসভায় সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।  

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘নিয়মিত পরীক্ষা হচ্ছে। ক্লাস হচ্ছে। কোথাও কোনো শিক্ষার পরিবেশ নষ্ট করছে না। এই অবস্থা আমরা চাই। সেটা আমরা করতে পেরেছি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের জন্য এবং ছাত্রলীগের ভাইবোনদের জন্য। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ কেউ যেন তা কলুষিত করতে না পারে সেজন্য আপনাদের একটা দৃঢ় ভূমিকার প্রয়োজন রয়েছে।’

ছাত্রলীগের উদ্দেশে সৈয়দ আশরাফুল ইসলাম আরো বলেন, ‘আজকে সেশনজট নাই। হলে হলে গোলাগুলির আওয়াজ নাই। এই পরিবেশ আপনারা বহাল রাখবেন আমি বিশ্বাস করি। অন্য ছাত্রসংগঠনগুলোও আপনাদের সঙ্গে একসঙ্গে এ পরিবেশ অক্ষুণ্ণ রাখবে বলে আমি আশা করি।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া