adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সরকারি খরচে অসচ্ছল প্রবাসীদের মরদেহ দেশে আসবে

PROBASIনিজস্ব প্রতিবেদক : অসচ্ছল কেউ বিদেশে মারা গেলে তার মরদেহে দেশে সরকারি খরচে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি জানান, বিদেশ থেকে মরদেহ আনা ছাড়াও সামহিত করার খরচও দেবে সরকার।

৪ ফেব্রুয়ারি শনিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘যে সকল প্রবাসীর পরিবার পরিজনের সামর্থ্য নেই কোন প্রবাসীর মৃতদেহ দেশে ফিরিয়ে নিয়ে আসার, সরকার সেই মৃতদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে নিয়ে আসেন। এবং সেই সঙ্গে দাফনের খরচও দেয়া হয়।’

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের হিসাবে বিশ্বের ১৬২টি দেশে এক কোটি পাঁচ লাখ বাংলাদেশি বৈধভাবেই কাজ করেন। এর বাইরে অবৈধ আছেন আরও বহু মানুষ। এদের বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ যারা শ্রমিক হিসেবে কাজ করতে গেছেন। প্রায়েই বিভিন্ন দেশে দুর্ঘটনায় মৃত্যুর খবর আসে। নিহতদের আর্থিক অবস্থা সঙ্গীন থাকায় এদের একটি বড় অংশকেই দেশে ফিরিয়ে এনে দাফন করতে পারেন না স্বজনরা।    

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আজকে যেমন জার্মানি থেকে একজনের সহকর্মী একটু আগে আমাকে ফোন করেছিলেন। যদিও বিষয়টি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ওয়েজআর্নার্স বোর্ডের এখতিয়ারভুক্ত।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, ‘প্রথমে আপনারা বাংলাদেশ এম্বাসিতে যোগাযোগ করবেন। আশানুরূপ সাড়া না পেলে আমাকে [email protected] ঠিকানায় ইমেইল করে জানাবেন।’

তার এই পোস্টটি প্রবাসীরা যেন শেয়ার করেন-সে অনুরোধও করেছেন প্রতিমন্ত্রী। তিনি লিখেন, ‘যদিও খুব সুখকর নয়, একটি বিষয় প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই বর্তমান সরকার বেশ কিছুদিন আগেই সিদ্ধান্ত নিয়েছেন যে সকল প্রবাসীর পরিবার পরিজনের সামর্থ্য নেই কোন প্রবাসীর মৃতদেহ দেশে ফিরিয়ে নিয়ে আসার, সরকার সেই মৃতদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে নিয়ে আসেন এবং সেই সাথে দাফনের খরচও দেয়া হয়।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া