adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৫ উইকেটে নাঈমের ইতিহাস

নিজস্ব প্রতিবেদক : অভিষেকেই দারুণ একটা রেকর্ড হয়ে গেল নাঈম হাসানের। পাঁচ উইকেট নিয়ে গড়ে ফেললেন দুর্দান্ত একটা কীর্তি। টেস্ট ইতিহাসেই তার চেয়ে কম বয়সে আর কারও টেস্ট অভিষেকে ৫ উইকেট নেওয়ার কীর্তি নেই। ভেঙে দিয়েছেন প্যাট কামিন্সের রেকর্ড।

এই চট্টগ্রাম টেস্টেই এই বছর শ্রীলঙ্কার বিপক্ষে দলে ডাক পেয়েছিলেন। তখন অভিষেক হয়নি নাঈমের। সেজন্য তাকে অপেক্ষা করতে হয়েছে আরও কিছু দিন। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাক পেলেন টেস্ট দলে, শেষ পর্যন্ত অভিষেকও হয়ে গেল। বৃহস্পতিবার (২২ নভেম্বর) ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন। শুক্রবার (২৩ নভেম্বর) বল হাতে তো বিশ্বরেকর্ডই করলেন।

বিপজ্জনক হতে থাকা রস্টন চেজকে আউট করে পেয়েছিলেন নিজের প্রথম। পরে আউট করেছেন সুনীল আমব্রিসকে। তবে নাঈম ভয়ংকর হয়েছেন চা বিরতির পর এসে। এক প্রান্ত থেকে বল করে একে একে তুলে নিয়েছেন দেবেন্দ্র বিশু, কেমার রোচ ও জোমেল ওয়ারিকানকে। ১৭ বছর ৩৫৫ দিনে টেস্ট অভিষেকে ৫ উইকেট নিলেন। টেস্ট ইতিহাসে এর চেয়ে কম বয়সে অভিষেকে ৫ উইকেট নেননি। এর আগে রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সের, সেটি তিনি নিয়েছিলেন ১৮ বছর ১৯৩ দিনে।

সব মিলে নাঈম বাংলাদেশের অষ্টম বোলার হিসেবে টেস্ট অভিষেকে অন্তত পাঁচ উইকেট নিলেন। অভিষেক টেস্টে নাইমুর রহমান দুর্জয়ের পর সেই কীর্তি একে একে করেছেন প্রয়াত মানজারুল ইসলাম রানা, মাহমুদউল্লাহ, ইলিয়াস সানি, সোহাগ গাজী, মেহেদী হাসান মিরাজ। তবে নাঈমের চেয়ে কম বয়সে সেটি কেউ করেননি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া