adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডলারের বিপরীতে টাকার দাম বেড়েছে-কমেছে রুপির দাম

সোহাগ খান : সম্প্রতি ডলারের বিপরীতে টাকার মান বেড়েই চলছে পক্ষান্তরে কমে যাচ্ছে পাশ্ববর্তী দেশ ভারতের রুপির দাম। বাংলাদেশ ব্যাংক ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার বিভিন্ন তথ্য উপাত্ত ঘেটে এই তথ্য জানা গেছে।
ঈদুল ফিতরে রপ্তানি আয় ও রেমিট্যান্স বাড়ার ফলে স্থায়ীভাবে বেড়েই চলছে টাকার মান তবে নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
যদিও কেন্দ্রীয় ব্যাংক প্রচুর ডলার কিনে দর স্থিতিশীল রাখার চেষ্টা করে আসছে। তবুও টাকার বিপরীতে দাম ধরে রাখতে পারছে না মার্কিন ডলার। তবে ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির দর কমছে। আন্তঃব্যাংক মুদ্রা বাজারেই ডলার-টাকার বিনিময় হার ৭৭ টাকা ৫০ পয়সার নিচে নেমে এসেছে। ব্যাংকগুলো ৭৭ টাকারও কম দরে ডলার কিনছে। কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কেনা অব্যাহত রাখলেও বেড়ে যাচ্ছে টাকার দাম।
এ প্রসঙ্গে বিআইডিএস’র গবেষণা পরিচালক জায়েদ বখত বলেন, আমদানি ব্যয় বাড়ার পরও কেন্দ্রীয় ব্যাংকে ২২ বিলিয়ন ডলারের রিজার্ভ মজুদ রয়েছে। এ রিজার্ভ দিয়ে ৭ মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো যাবে।

গত রোববার ৭৭ টাকা ৪৮ পয়সা দরে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এপ্রিলে যা ছিল ৭৭ টাকা ৭৫ পয়সা। সে হিসাবে গত তিন মাসে ডলারের বিপরীতে টাকার দর ২৭ পয়সা বা .৩৫% বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে প্রায় এক বছর এ একই জায়গায় স্থির ছিল ডলারের দর। মে মাসের শেষের দিকে ডলারের দর কমে ৭৭ টাকা ৬৫ পয়সায় নেমে আসে। গত দুই আড়াই মাসে তা আরও কমে ৭৭ টাকা ৪৮ পয়সায় নেমে এসেছে। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক বৃহস্পতিবার ৭৬ টাকা ৯৩ পয়সায় ডলার কিনেছে। বিক্রি করেছে ৭৮ টাকা ১৫ পয়সায়। এইচএসবিসি ৭৮ টাকা ১০ পয়সায় ডলার বিক্রি করেছে; কিনেছে ৭৬ টাকা টাকা ৭৬ পয়সায়। অন্য ব্যাংকগুলোও ৭৭ টাকার কম দরে ডলার কিনেছে। তবে বিক্রি করেছে ৭৮ টাকার ওপরে। তবে বেসরকারি খাতের এনসিসি ব্যাংক গতকাল ৭৬ টাকা ৯০ পয়সায় ডলার কিনে বিক্রি করেছে ৭৭ টাকা ৯০ পয়সা। এবিষয়ে বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান আমাদের অর্থনীতিকে বলেন, রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ধারা অব্যাহত রাখতেই ডলার কেনা হচ্ছে।
অন্যদিকে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া গত শনিবার ৬১ টাকা ৫৫ পয়সায় (রুপি) ডলার কিনেছে। মে মাস শেষে রুপি ডলারের বিনিময় হার ছিল ৫৯ টাকা। এ হিসেবে দুই মাসে ডলারের বিপরীতে রুপির দর কমেছে ৪ শতাংশের মতো। ২০১৩ সালের আগস্টে রুপির বিপরীতে ডলারের দর বাড়তে বাড়তে এক পর্যায়ে ৬৮ টাকা ছাড়িয়ে গিয়েছিল। ২০১২ সালের মে মাসে ডলার-রুপির গড় বিনিময় হার ছিল ৫৪ টাকা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া