adv
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিত্র নায়ক মিঠুন আর নেই

news_img (1)নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের চলচ্চিত্র নায়ক শেখ আবুল কাশেম মিঠুন কলকাতায় চিকিতসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার দিবাগত রাত ২টায় তিনি ইন্তেকাল করেন। 

শেখ মিঠুনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ তরুণ কবি আফসার নিজাম। তিনি জানান, কলকাতার কুটরি হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় মিঠুন মারা গেছেন।

মৃত্যুকালে শেখ মিঠুন স্ত্রী, মেয়ে, মা ও ভাইসহ অসংখ্য ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার দরগাপুর গ্রামে। রাজধানী ঢাকার আদাবরে পরিবারসহ ভাড়া থাকতেন মরহুম মিঠুন।

কবি আফসার জানান, শেখ আবুল কাশেম মিঠুন কিছুদিন যাবত কিডনি ও হৃদরোগে ভুগছিলেন। গত ১১ মে অসুস্থ মা হাফেজা খাতুনকে দেখতে তিনি খুলনায় যান। পর দিন থেকে অসুস্থ হয়ে পড়লে খুলনায় তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর তাকে গত ১৯ মে সড়কপথে নিয়ে গিয়ে কলকাতার ধর্মতলার ফাবস ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। সেখানে কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা: বিবি শুকলার অধীনে তিনি চিকিতসাধীন ছিলেন।

কলকাতা থেকে সড়ক পথে বেনাপোলের পথে মরহুমের লাশ গ্রামের বাড়িয়ে নিয়ে আসা হচ্ছে। সেখানেই তার জানাজা হবে বলে নিশ্চিত করেন কবি আফসার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া