adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৪০০ গোলের ক্লাবে মেসি

download1স্পোর্টস ডেস্ক : লিও মেসি রেকর্ড করে যাবেন , আর ক্রিশ্চিয়ানো রোনালদো করবেন না , তা কী করে হয়? রোনালদো হ্যাটট্রিক করবেন, মেসি করবেন না, তা কী হয়? ক’দিন আগে মেসি লা লিগায় তেলেমো জারার সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙেছিলেন। এ বার রোনালদো লা লিগায় তেলেমো জারার সর্বোচ্চ ২২ হ্যাটট্রিকের রেকর্ড ভেঙে দিলেন। এই রেকর্ডটা ছিল আর এক কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোরও।
সেল্টা ভিগোর বিরুদ্ধে রিয়ালের ৩-০ জয়ে হ্যাটট্রিক করলেন রোনালদো। পরের দিনই এসপানিওলের বিরুদ্ধে ৫-১ জয়ে হ্যাটট্রিক করলেন মেসি। সরকারী-বেসরকারি ম্যাচ মিলিয়ে বার্সেলোনার হয়ে এ দিনই ৪০০তম গোলের মাইলফলক ছুঁয়ে আরও দুই গোল এগিয়ে গেলেন মেসি। তার মোট গোল সংখ্যা এখন ৪০২টি।
গোলের নতুন মাইলফলক স্পর্শ করার পাশাপাশি হ্যাটট্রিকের রেকর্ডের দৌড়েও সামিল হয়ে গেলেন মেসি। গত চার ম্যাচের মধ্যে তিনটিতেই হ্যাটট্রিক করেন বার্সার আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। ওই দিন এসপ্যানিওলের বিরুদ্ধে তিনি লা লিগার ২১তম হ্যাটট্রিকটি করেন।
তার হ্যাটট্রিকের এক দিন আগেই সেল্টা ভিগোর বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২৩তম হ্যাটট্রিক করে সর্বোচ্চ আসনটি নিজের দখলে রাখলেও খুব একটা ‘স্বস্তি’তে নেই সিআর সেভেন। কারণ, তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছেন মেসি। বিশেষজ্ঞদের মতে, যেভাবে একের পর এক মাইলস্টোন অতিক্রম করছেন তিনি, তাতে এই মাইলস্টোনটা টপকাতেও খুব বেশি সময় নেবেন না তিনি।
গত নভেম্বরেই অ্যাপয়েল এফসি’র বিরুদ্ধে হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন্স লিগে রাউল গঞ্জালেজের ৭১ গোলের রেকর্ড ভাঙেন মেসি। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার (৭৪) আসনে উঠে এলেন তিনি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া