adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাশিমপুর থেকে নিজামী ঢাকা কেন্দ্রীয় কারাগারে

নিজস্ব প্রতিবেদক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে গাজীপুর কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় নিজামীকে বহরকারী গাড়ি ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রওনা দেয়।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিকেল ৫টায় তাকে ঢাকায় নেয়ার প্রক্রিয়া শুরু হয়। সন্ধ্যা ৬টা ৪০মিনিটে নিজামীকে বহনকারী গাড়ি ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে কারাগার থেকে রওনা হয়।
তিন বার অপেক্ষমান থাকা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মামলার রায়ের জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল নিজামীর রায়ের জন্য এ দিন ধার্য করেন।
উল্লেখ্য, দশ ট্রাক অস্ত্র মামলায় গত ৩০ জানুয়ারি ঘোষিত রায়ে মতিউর রহমান নিজামীসহ ১৪ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া