adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কোস্টারিকায় অগ্ন্যুতপাত, রাষ্ট্রে জরুরি অবস্থা

turiabla-2 কোস্টারিকায় অগ্ন্যুৎপাত, রাষ্ট্রে জরুরি অবস্থাআন্তর্জাতিক ডেস্ক : দুই আমেরিকার মধ্যবর্তী স্থানে যোগাযোগরক্ষাকারী উত্তর আমেরিকার প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর দেশ কোস্টারিকায় তুরিয়ালবা জীবন্ত আগ্নেয়গিরি অগ্নুৎপাত শুরু করেছে। এ মুহূর্্েত আগ্নেয়গিরির চিড় দিয়ে ব্যাপক ধুম উদগীরণ হচ্ছ।উদগীরিত ধোঁয়া রাজধানী স্যান হোসে আকাশ ছাড়িয়ে পৌঁছে গেছে সর্বত্র এবং সন্ত্রস্ত হয়ে ঘরবাড়ি ফেলে পালাতে শুরু করেছেন কার্তাগো প্রদেশের মানুষ।
তুরিয়ালবা আগ্নেয়গিরি রাজধানী স্যান হোসে থেকে ৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত। মুহুর্মুহু ভূমিকম্পেও ক্রমাগত কেঁপে কেঁপে উঠছে কোস্টারিকা। দেশটির রাষ্ট্রপক্ষ দুর্গত এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্যে রাষ্ট্রীয় উদ্যোগ নিয়েছে। মানুষকে বলতে শোনা যাচ্ছে, গত একশো বছরের মধ্যে এটিই কোস্টারিকার সবচেয়ে বড় অগ্নুৎপাতের ঘটনা। কোস্টরিকার মতো মৃত আগ্নেয়গিরির দেশে এমন হঠাৎ অগ্নায়ন প্রাকৃতিকভাবে রহস্যময়, এমনটাই মন্তব্য করেছেন দেশটির ভূতাত্ত্বিকরা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া