adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিদিন হাজার হাজার কোরবানির পশু ঢাকায় আসছে

COWতোফাজ্জল হোসেন : গাবতলী পশুর হাটে দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাক ও নৌকা যোগে প্রতিদিন হাজার হাজার কোরবানির গরু মহিষ, ছাগল ঢাকায় প্রবেশ করছে। এসব কোরবানির পশুর গাবতলী পশুরহাটে প্রবেশ করছে। এখনও বিক্রি শুরু হয়নি। ঠিক ঈদের তিন দিন আগে ১৮টি অস্থায়ী পশুরহাটে বেচাকেনা জমে উঠবে। গরু ব্যবসায়ী পাবনার আমিনুল ইসলাম জানান,এবার অন্যান্য বছরের তুলনায় গরুর দাম একটু বেশি হতে পারে। কারণ গত দুই বছর পশুর দাম অনেক কম ছিল। এর একটা কারণ,গত দুই কোরবানির ঈদে কোরবানির পশুর দাম কম হওয়ার কারণে ঈদে গরু বিক্রির প্রবণতা কম। গরুর খাদ্যের দাম বেশি এবং গরুর মাংসের দাম বেশি।
ব্যাপারিরা জানান, এবার গরুর ভুষি ৩৫ টাকা দরে কিনতে হচ্ছে,গতবার দাম ছিল ২৫ টাকা, ধানের গুঁড়া এবার ১৬ টাকা। গতবার ছিল ৮ টাকা থেকে ১০ টাকা। এছাড়া গরুকে খাওয়ানোর জন্য ভাঙ্গা চাল ৩৬ টাকা দরে কিনতে হয়। গতবার দাম ছিল ২০ টাকা।
এছাড়া গতবারের থেকে মাংসের দাম কেজি প্রতি ৫০ টাকা বেশি। কসাইয়ের হিসেবে হলেও ৫ মণ মাংস পাওয়া যাবে এমন গরুপ্রতি ১০ হাজার টাকা বেশি গুনতে হবে বলে জানান ব্যাপারীরা। গাবতলী হাটের অনেক ব্যাপারী জানান, দেশে ভারতের গরু প্রবেশ করলে এবারও হয়তো গত কোরবানির ঈদের মতো দর পড়ে যেতে পারে। দেশি ব্যাপারি ও গর পালনকারীদের রক্ষা করার জন্য অনেকে ভারতের গরুর বিরোধিতা করেন। ঈদের আর মাত্র বাকি  ৮ দিন। গত ঈদে একই সময়ে গাবতলী পশুরহাট কোরবানির পশুতে ভর্তি থাকলেও এবার এর বিপরীত চিত্র।  ভিন্ন। কারণ পশু আসছে কম। গত দুই কোরাবানির ঈদে ব্যাপারিরা বিপুল ক্ষতির শিকার হয়েছেন। এ-কারণে এবার হাটে গরু ওঠাতে অনেকে সাহস পাচ্ছে না।
কুষ্টিয়ার মিরপুরের রিয়াজুল ব্যাপারি জানান, আগের ক্ষতির ঘা শুকায়নি, তাই হাটে গরু তোলার সাহস পাচ্ছি না। বাজারের অবস্থা দেখে ব্যবস্থা নেবে। এবারও যদি ক্ষতি হয় তবে পেটের দায়ে সন্ত্রাসী হওয়া অথবা জনখাটা(শ্রমিক) বনে যাওয়া ছাড়া উপায় থাকবি না। গত কোরবানির ঈদের তুলনায় একই সময়ে হাটে গরু সরবরাহ যে কমেছে এটা স্বীকার করলেন কিছু ক্রেতা। নগরীরর সূত্রাপুর থেকে গাবতলীতে এসেছেন ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া