adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছিনতাই মামলায় মিলনের বিরুদ্ধে চার্জ গঠন

চাঁদপুর: মন্ত্রী থাকাকালীন মোটর সাইকেল, মোবাইলফোন ছিনতাই ও পাঁচ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আ ন ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বুধবার সকালে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহবুবুর রহমানের আদালতে মিলনের উপস্থিতিতে অভিযোগ গঠন করা হয়। এ সময় মিলনসহ উপস্থিত অন্যান্য আসামিরা নিজেদের নির্দোষ বলে দাবি করেন।

প্রসঙ্গত, প্রতিমন্ত্রী থাকাকালীন ২০০৭ সালের ৫ জানুয়ারি মিলনসহ ১৯ জন চাঁদপুরের কচুয়া উপজেলার শ্রীরামপুর গ্রামে ৯ নম্বর কড়ইয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন পাটওয়ারীকে মারধর করে তার মোবাইল ও মোটর সাইকেল ছিনিয়ে নেন। এ সময় তার কাছে আসামিরা পাঁচ লাখ টাকাও চাঁদা দাবি করেন। পরে ২০১০ সালের ২৪ এপ্রিল মিলন কারাগারে থাকা অবস্থায় এই বিষয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

এদিকে, এহসানুল হক মিলন বুধবার দুপুরে আরো চারটি মামলায় চাঁদপুরের কচুয়া আদালতে হাজিরা দিয়েছেন। এসব মামলার তিনটি ২০১৩ সালে এবং আরেকটি ২০১১ সালে দায়ের করা হয়েছে। দাঙ্গা-হাঙ্গামা, চাঁদাবাজি, ছিনতাই, মারধোরের অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া