adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মওদুদ বললেন- সাজা হলেও নির্বাচন করতে পারবেন খালেদা

barister-mowdudনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়ে যদি সাজা হয়ে যায় তাহলে তিনি আর নির্বাচনে অংশ নিতে  পারবেন না, এটা সঠিক নয় বলে মন্তব্য করেছেন  দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। রাজধানীর রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘পিলখানার ট্রাজেডি : সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি।

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘আজকে একটা ধারণা পরিষ্কার করে বলে দেই, বেগম খালেদা জিয়ার যদি সাজা হয়ে যায় তাহলে  উনি আর নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন না- এটা সঠিক কথা নয়।

ধরে নিলাম, মিথ্যা মামলায় খালেদা জিয়ার সাজা হয়ে গেলো, ভালো কথা। সাজা হয়েছে, আমরা আপিল ফাইট করবো। আপিল হল যে বিচার হয়েছে সেটির ধারাবহিকতা। তখন আমরা তার জন্য জামিন নেব। তিনি সাজাপ্রাপ্ত হলেও নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। শুধু প্রতিদ্বন্দ্বিতাই নয়, বরং তিনি দল এবং জোটের নেতৃত্ব দিতে পারবেন। অথচ বিরোধীদের এমন একটা ভাব, উনি যদি সাজাপ্রাপ্ত হয়ে যান তাহলে তিনি আগামী তিন বছর বা সাত বছর জেলখানায় থাকবেন। এটা হয় না। দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী আপিল ফাইট করার পরপরই আমরা জামিনের জন্য দরখাস্ত করবো। এবং সাধারণত তিন বছর সাজা হলে এমনিতেই তো জামিন হয়। আর সাত বছর সাজা হলে অল্প কিছুদিনের ব্যবধানে জামিন নিশ্চিত হবে। খালেদা জিয়া জেলখানা থেকে আবার মুক্ত হয়ে ফিরে আসবেন। এটাই হল কথা। কিন্তু এটা নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা কথা বার্তা চলছে।’

তিনি আরও বলেন, ‘পরিষ্কার করে বলছি, মিথ্যা মামলায় খালেদা জিয়ার যদি সাজাও হয় তাহলে তার জনপ্রিয়তা আরও অনেক বেড়ে যাবে। এটা বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তি আমার সঙ্গে দ্বিমত করবেন না।’

বিএনপি নেতাদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করলেই কেবল প্রতিদ্বন্দ্বিতামূলক নিবার্চন হতে পারে দাবি করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী মাঝেমাঝে বলেন, একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নিবার্চন হবে। সেটা হতে পারে যদি তার আগে আমাদের দলীয় সকল নেতাকর্মীর বিরুদ্ধে  ২০০৭-৮ সালে যে মামলাগুলো হয়েছিল সেগুলো প্রত্যাহার করা হয়।’

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মওদুদ বলেন, ‘এক দলীয় নির্বাচন বাংলাদেশের মাটিতে আর হবে না। সুতরাং সেটা যদি কেউ চিন্তা করে থাকে বা সেই ধরনের কোনো পরিকল্পনায় থাকেন তবে আমি বলবো তারা বাস্তব অবস্থা থেকে অনেক বিচ্ছিন্ন আছেন।’

বিএনপি গণতান্ত্রের জন্য আন্দোলন ও সংসদ নির্বাচনের প্রস্তুতি এক সাথে চলবে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচনের প্রস্ততিও চলবে, আন্দোলনও চলবে। খালেদা জিয়া একদিকে যেমন নির্বাচনের প্রস্তুতি নিবেন, অন্যদিকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে ভোট দেওয়ার যে পরিবেশের কথা বলছি তার জন্য কাজ করবেন।’

পিলখানার বিডিয়ার বিদ্রোহের পিছনে যারা ছিল তাদের এখনো বিচার হয়নি দাবি করে তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ড বিষাদময়, বিচার কিছু হয়েছে। কিন্তু সত্যিকার অর্থে যারা এ হত্যাকাণ্ডের পেছনে ছিল, তাদের কিন্তু বিচার এখনও হয় নাই। এটা একটা বিরাট রহস্য।’

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া