adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ সফরে আসছে না পাকিস্তান ক্রিকেট দল

ban-pakএম. এ.রাশেদ: পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), দুই পক্ষ থেকেই  সব কিছুই চূড়ান্ত ছিল। আনুষ্ঠানিক ঘোষণাটাও এসেছিল। জুলাই-আগষ্টে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। কিন্তু হঠাৎ করেই পিসিবির পক্ষ থেকে ঘোষণা এলো, তারা বাংলাদেশ সফরে আসছে না। বুধবার রাতেই এই খবর ছড়িয়ে পড়ে। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণার পর কেন এমন টালবাহানা করছে পিসিবি,এখন সেটাই প্রশ্ন সবার।আসলে বাংলাদেশকে পাকিস্তান সফর করতে দীর্ঘ দিন ধরে প্রস্তাব দিয়ে আসছিল পাকিস্তান। নিরাপত্তার কথা ভেবে যা কখনো গ্রহণ করেনি বিসিবি। কদিন আগেও এক প্রস্তাব নাকোচ করে দেয় বাংলাদেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। কিন্তু এখন বাংলাদেশ সফর করতে চাচ্ছে না পিসিবি। অর্থাৎ পিসিবির দাবিকে সহজ বাংলায় অনুবাদ করলে সেটা এমন দাঁড়াচ্ছে, ‘আমাদের দেশে আসো। তবেই আমরা তোমাদের দেশে যাবো।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকে আর্ন্তজাতিক ক্রিকেট নির্বাসিত হয়েছে  পাকিস্তানে। কেউ তাদের দেশে যায় না ম্যাচ খেলতে। হোম ম্যাচগুলো তাদের খেলতে হয় সংযুক্ত আবর আমিরাতে। তখন থেকেই  সংযুক্ত আবর আমিরাতকেই পাকিস্তানের দ্বিতীয় হোম ভেন্যু হিসেবেই ক্রিকেট বিশ্বের কাছে দেখিয়েছে। যা এখনো বিদ্যমান। কিন্তু দেশটি খুব উঠে-পড়ে লেগেছে নিজ দেশে আর্ন্তজাতিক ক্রিকেট ফেরাতে। কদিন আগে পিএসএলের ফাইনাল আয়োজন করে বিশ্বকে এই বার্তাও দিতে চেয়েছিল যে, দেশটি এখন ক্রিকেটের জন্য নিরাপদ। সেটা তাদের দাবিও। কিন্তু বিধি বাম! বিশ্লেষকদের মতে পাকিস্তান এখনো ক্রিকেটের জন্য নিরাপদ নয়। যে কারণে বাংলাদেশও পাকিস্তানের দেয়া প্রস্তাব গ্রহণ  করেনি কখনোই। পাকিস্তান  ক্রিকেট বোর্ড প্রধান শাহরিয়ার খান ‘ক্রিকইনফো’কে বাংলাদেশ সফর স্থগিত করা প্রসঙ্গে বলেছেন, কোনো বিনিময় ছাড়া পাকিস্তান দুইবার (২০১১ ও ২০১৫ সালে) বাংলাদেশ সফর করেছে।  টানা তৃতীয়বার আমরা বাংলাদেশ সফরে যেতে পারি না। যে কারণে আমরা সফর স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। তবে আগামী বছর বা অন্য সময়ে আমরা একটা জায়গা খুঁজবো। পাকিস্তানের  যে এটা একটা টালবাহানা নয়, সেটা পরিস্কার হবে আরেকটা তথ্য দিলে। ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফর করে তারা। যে সিরিজে বাংলাদেশের পাকিস্তান সফরের দাবি তুলে বিসিবির কাছ থেকে ৩ লাখ ২৫ হাজার ডলার নিয়েছিল পাকিস্তান । এবারও তাদের সে রকম টালাবাহানই চলছে। কিন্তু বিসিবিকে কাবু করা যায়নি। পাকিস্তানের এই সিদ্ধান্তের  পর আজ বৃহস্পতিবার দুপুরে  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের  পরিচালক ও মিডিয়া কমিটির চেয়্যারম্যান জালাল ইউনুস বলেছেন,  পাকিস্তানের এমন সিদ্ধান্তে অবাক বিসিবি। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া