adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুবারা লড়ছেন প্লেট ফাইনালের লড়াইয়ে

বাংলাদেশের সাদমানই এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিকব্যাপার অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। মূল পর্ব থেকে বাদপড়াদের নিজেদের মধ্যে লড়াইয়ে ‘চ্যাম্পিয়ন’ হওয়া। প্লেট পর্বের পরিচিতি সাধারণত এমনই। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের প্লেটের ফাইনালে আবুধাবিতে এই মুহূর্তে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশের যুবারা। তবে আগে ব্যাটিংয়ে নেমে কিউইদের সামনে ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জটা খুব জুতসই হয়নি। ২২৩ রানেই শেষ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা বাজে ছিল বাংলাদেশের। মাত্র ২১ রানে প্রথম উইকেটের পতন ঘটলেও সাদমান ও লিটন দাসের মধ্যে গড়ে ওঠা ১২৪ রানের জুটি বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিল বাংলাদেশ দলকে। সাদমান মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি (৯৭)। লিটন করেছেন ৭৯। প্রতিটি খেলাতেই ধারাবাহিকভাবে ভালো খেলা সাদমান প্রতিযোগিতারই সর্বোচ্চ রান সংগ্রাহক। প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪০০ রান পূর্ণও করেছেন তিনি।কিন্তু সাদমান ও লিটনের জুটি দলীয় ১৫৭ রানে থামলেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় স্কোরবোর্ডে বড় সংগ্রহ তুলতে পারেনি বাংলাদেশ। মাত্র ৬৬ রানে শেষ সাত উইকেট হারিয়ে ব্যর্থ আখ্যানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। সাদমান আর লিটন ছাড়া বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দুই অঙ্কে পৌঁছতে পেরেছেন কেবল ইয়াসির আলী (১৫)।নিউজিল্যান্ডে বোলারদের প্রায় সবাই উইকেট পেয়েছেন। কাইল জেমিয়েসন, শন হিকস, জার্মেই বেন্টন, হেনরি কোলিয়ের নিয়েছেন একটি করে উইকেট। ব্রেট র্যান্ডাল ও ডেন ওয়াটসনের সংগ্রহ দুটি করে।এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের ছুঁড়ে দেওয়া লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে যথেষ্ট বিপদেই ছিল নিউজিল্যান্ড। ২২ ওভারে ৬৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছে কিউইরা। মোসাদ্দেক হোসেন মাত্র ৮ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। সাঈদ সরকার ও মেহেদী হাসানের দখলে একটি করে উইকেট।

এর আগে, ১৯৯৮, ২০০৪ ও ২০১০ সালে প্লেট শিরোপা জিতেছিল বাংলাদেশ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া