adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের সমালোচনা রাষ্ট্রদ্রোহ নয়, জানালাে ভারতের আইন কমিশন

আন্তর্জাতিক ডেস্ক : সরকারি নীতি নিয়ে কেউ ভিন্ন মত পোষণ কিংবা প্রকাশ করলেই তাকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে অভিযুক্ত করা যায় না বলে মন্তব্য করেছে ভারতের আইন কমিশন।

এমন এক সময়ে দেশটির আইন কমিশনের এ মন্তব্য এলো, যখন ক্ষমতাসীন বিজেপির বিরোধিতা করাকেও ক্ষেত্রবিশেষে রাষ্ট্রদ্রোহ আখ্যা দেওয়ার চেষ্টা চলছে।

কমিশন বলছে, সরকার যদি গঠনমূলক সমালোচনা গ্রহণ করতে না পারে, তাহলে স্বাধীনতা-পূর্ব ও স্বাধীনতা পরবর্তী সময়ের মধ্যে প্রায় কোনো পার্থক্য থাকে না।

অবসরপ্রাপ্ত বিচারপতি বলবীর সিং চৌহানের নেতৃত্বে আইন কমিশনের একটি প্যানেল এসব কথা বলেছেন।

কমিশন বলছে, জনগণের নিজের স্বার্থ দেখার স্বাধীনতা রয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় সবাই একই রকম চিন্তা করবে ও কথা করবে তেমন কোনো বাধ্যবাদকতা নেই।

কমিশন সরকারকে উদ্দেশ্য করে বলেছে, যদি (কোনও নাগরিক) ইচ্ছাকৃতভাবে জননিরাপত্তা আদেশ লঙ্ঘন করে কিংবা অবৈধ উপায়ে সরকারকে উৎখাত করার চেষ্টায় লিপ্ত হয় তবেই রাষ্ট্রদ্রোহ আইন ব্যবহার করা উচিত।

কমিশন আরও বলছে, নিজের ইতিহাসকে সমালোচনা করার অধিকার এবং অন্যকে বিক্ষুব্ধ করার অধিকার, এ দুইই মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে পড়ে।

‘জাতীয় সংহতিকে রক্ষা করার প্রয়োজন রয়েছে, কিন্তু তার নাম করে মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা অন্যায়।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া