adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ ষোলোর তিনটির নিষ্পত্তি আজ

স্পোর্টস ডেস্ক : এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটপর্বের টিকিট কেটে ফেলেছে ১২টি দল। শেষ ষোলোর বাকি চারটি টিকিটের মধ্যে তিনটির নিষ্পত্তি হবে আজ। বি-গ্রুপ থেকে নকআউটপর্বে বার্সেলোনার সঙ্গী হতে ন্যুক্যাম্পে বার্সেলোনার বিপক্ষে জিততেই হবে টটেনহ্যামকে।

অগ্নিপরীক্ষায় স্পাররা যদি উতরাতে না পারে সেক্ষেত্রে ঘরের মাঠে আইন্ডহোভেনের বিপক্ষে জিতলেই শেষ ষোলোতে চলে যাবে ইন্টার মিলান। তবে বি-গ্রুপের এই দ্বিমুখী লড়াই ছাপিয়ে আকর্ষণের কেন্দ্রে আজ সি-গ্রুপের ত্রিমুখী লড়াই।

গ্রুপপর্বের শেষ রাউন্ডে আজ মিলবে মৃত্যুকূপের জটিল সমীকরণ। একমাত্র সি-গ্রুপ থেকেই এখন পর্যন্ত শেষ ষোলো নিশ্চিত করতে পারেনি কোনো দল। গ্রুপের চার দলের তিনটিই রয়েছে শঙ্কা ও সম্ভাবনার দোলাচলে। তলানিতে থাকা রেডস্টার বেলগ্রেডের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। পাঁচ ম্যাচে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। আট পয়েন্ট নিয়ে পিএসজি দুয়ে এবং ছয় পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল।

তিন পরাশক্তির মধ্যে সবচেয়ে বেকায়দায় রয়েছে গতবারের রানার্সআপ লিভারপুল। ঘরের মাঠে বাঁচা-মরার শেষ ম্যাচে আজ নাপোলির বিপক্ষে জিততেই হবে অলরেডদের। সেটাও ১-০ বা দুই গোলের ব্যবধানে। গ্রুপের অপর ম্যাচের ফল অনুকূলে না থাকলে অ্যানফিল্ডে ২-১ বা ৩-২ গোলে জিতলেও বিদায়ঘণ্টা বেজে যাবে লিভারপুলের।

সেই তুলনায় পিএসজির সমীকরণ কিছুটা সহজ। রেডস্টার বেলগ্রেডের মাঠে যে কোনো ব্যবধানে জিতলেই চলবে ফরাসি চ্যাম্পিয়নদের। চোটের দরুন নেইমারের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও পিএসজির হাতে অনেক বিকল্প রয়েছে। লিভারপুল জিততে না পারলে নিজেদের ম্যাচে হারলেও শেষ ষোলোতে চলে যাবে পিএসজি। আর নাপোলির শুধু ড্র করলেই চলবে।

পিএসজি হারলে যে কোনো ফলেই শেষ ষোলোর টিকিট পেয়ে যাবে নাপোলি। সমীকরণ রয়েছে আরেকটি। লিভারপুল জিতলে এবং পিএসজি ড্র করলে তিন দলেরই পয়েন্ট সমান হয়ে যাবে। সেক্ষেত্রে মুখোমুখি লড়াইয়ে পয়েন্ট ও গোল ব্যবধানের মানদণ্ডে নির্ধারিত হবে কোন দুটি দল নকআউটপর্বে যাবে।

সব মিলিয়ে লিভারপুলই রয়েছে সবচেয়ে বেশি চাপে। ২০০৪-০৫ মৌসুমে গ্রুপপর্বের শেষ ম্যাচে জেরার্ড ম্যাজিকে এরচেয়ে কঠিন সমীকরণ মিলিয়ে শেষ ষোলোতে উঠেছিল লিভারপুল। আজ নাপোলির বিপক্ষে জেরার্ডের সেই স্মৃতি ফিরিয়ে আনতে পারবেন সালাহ?

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া