adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈশ্বরকে গ্রহণ কর: পোপ

0ডেস্ক রিপোর্ট : অন্ধকার ও অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করতে জীবনে ঈশ্বরকে গ্রহণ করার জন্য বিশ্বব্যাপী ১২০ কোটি রোমান ক্যাথলিক অনুসারীর প্রতি আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস।
ক্রিসমাস বা বড়দিন উপলক্ষ্যে বুধবার রোমের সেন্ট পিটার্স বাসিলিকা গির্জায় ৭৮ বছর বয়সী আর্জেন্টাইন পোপ সমবেতদের উদ্দেশে এই আহ্বান জানান।
পোপ হওয়ার পর এটি তার দ্বিতীয় ক্রিসমাস। ১৩শ’ বছরের মধ্যে প্রথম ইউরোপের বাইরের ব্যক্তি হিসেবে ২০১৩ সালে পোপ নির্বাচিত হন তিনি।

সাদা পোশাক পরিহিত পোপ বলেন, ক্রিসমাস হচ্ছে সেই সময় যখন স্মরণ করতে হয় ঈশ্বরের শান্তির বাণী যা অন্ধকার আর অবক্ষয় থেকে অনেক শক্তিশালী।
তিনি বলেন, “শিশুদের সামনে আমরা নিজেদের প্রশ্ন করি, আমরা কি ঈশ্বরের ভালবাসা চাই? আমাদের সামনে যে জটিলতা এবং সমস্যা রয়েছে সেগুলো মোকাবিলা করার মতো মনোবল আমাদের রয়েছে?”
পোপ বলেন, আজ বিশ্বে কতটুকু অনুগ্রহ প্রয়োজন?
এই ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরুর আগে পোপ আকস্মিকভাবে ইরাকের আনকাওয়ায় খ্রিস্টান শরণার্থীদের টেলিফোনে সান্ত্বনা দেন। তারা তখন ক্রিসমাস তাদের নিজস্ব ক্রিসমাস উদযাপন করছিলেন।
উগ্রমৌলবাদী সুন্নি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আক্রমণের মুখে প্রাণভয়ে এই খ্রিস্টানরা ইরাক ও সিরিয়ার বিভিন্ন অংশ থেকে পালিয়ে আনকাওয়ায় শরণার্থী হিসেবে আশ্রয় নেন।
মুসলিম শিয়াসহ খ্রিস্টান ও অন্যান্য ধর্মানুসারীদের ওপর হামলা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে কট্টরপন্থী আইএস গোষ্ঠী। পোপ বেশ কয়েকবার ইসলামিক স্টেটের জঙ্গিদের বর্বরতার নিন্দা জানিয়েছেন। নভেম্বরে তুরস্ক সফরকালেও তিনি নিন্দা জানিয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া