adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রেকর্ড ভাঙা ইনিংস গড়ে বিদায় নিলেন সাকিব

200ক্রীড়া প্রতিবেদক :  ২৭৬ বলে ২১৭ রান করে মাঠ ছাড়লেন সাকিব আল হাসান । বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটি সাকিবের রেকর্ড গড়া ইিনংস।  
 
তামিম ইকবালকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ এখন সাকিব আল হাসানের। ১ রান নিয়ে উদ্বোধনী ব্যাটসম্যানের ২০৬ রানকে ছাড়িয়ে যান তিনি।
 
সাকিব রেকর্ড নিজের করে নেওয়ার পর দাঁড়িয়ে হাততালি দিয়ে সতীর্থকে অভিনন্দন জানান তামিম।
 
গাপটিল-ম্যাককালামকে ছাড়িয়ে সাকিব-মুশফিক
 
বাংলাদেশ-নিউ জিল্যান্ড সিরিজে যে কোনো জুটিতে সর্বোচ্চ রান এখন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের। 
 
৩৫৯ রানের জুটিতে তারা পেছনে ফেলেন মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালামকে। নিউ জিল্যান্ডের দুই ব্যাটসম্যান ২০১০ সালে হ্যামিল্টনে ষষ্ঠ উইকেটে গড়েছিলেন ৩৩৯ রানের জুটি।

অধিনায়কের বিদায়ে ভাঙল রেকর্ড জুটি
 
মুশফিকুর রহিমকে আউট করে করে ৮২.২ ওভার স্থায়ী ৩৫৯ রানের বিশাল জুটি ভাঙেন ট্রেন্ট বোল্ট। অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটরক্ষক বিজে ওয়াটলিংকে ক্যাচ দেন বাংলাদেশের অধিনায়ক। 
 
২৬০ বলে ২৩টি চার ও একটি ছক্কায় ১৫৯ রান করেন মুশফিক। শেষ বিকেলে অধিনায়কের ফেরার সময় দলের স্কোর ৫১৯/৫।

সাকিবের দ্বিশতক
 
কাট করে চার হাঁকিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো দ্বিশতকে পৌঁছান সাকিব আল হাসান। টেস্টে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দ্বিশতক পেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। 
 
২৫৩ বলে দ্বিশতকে যেতে ৩০টি চার হাঁকান সাকিব। সে সময় অন্য প্রান্তেই ছিলেন বাংলাদেশের প্রথম প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিশতক করা মুশফিকুর রহিম।

সাকিব-মুশফিকের ২ হাজার রান
 
তামিম ইকবাল-ইমরুল কায়েসের পর টেস্টে বাংলাদেশের দ্বিতীয় জুটি হিসেবে দুই হাজার রান স্পর্শ করেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। 
 
টেস্টে তাদের জুটির শতক আছে তিনটি, অর্ধশতক ১৪টি। 
 
৪৮ ইনিংসে ইমরুল-তামিমের রান ২ হাজার ২২৯।

নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ
 
ট্রেন্ট বোল্টের বলে মুশফিকুর রহিমের চারে পাঁচশ ছাড়ায় বাংলাদেশের সংগ্রহ। এক রান নিয়ে দলকে নিউ জিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রানের সংগ্রহ এনে দেন অধিনায়ক। ১২২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫০৩/৪। 
 
নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল ২০১৩ সালে চট্টগ্রামে করা ৫০১ রান।

আবার জীবন পেলেন সাকিব

৪ রানে মিচেল স্যান্টনার ছাড়েন সহজ ক্যাচ। ১৩৭ রানে ক্যাচ নিয়েও মাটিতে বল ছোঁয়ান উইকেটরক্ষক বিজে ওয়াটলিং। ভাগ্যকে পাশে পাওয়া সাকিব আল হাসানকে আবার জীবন দেন রস টেইলর। ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়ার সময় বাঁহাতি এই ব্যাটসম্যান ছিলেন ১৮৯ রানে।

মুশফিকের ছক্কায় জুটির রেকর্ড

টেস্টে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়তে কেন উইলিয়ামসনকে ছক্কা হাঁকান মুশফিকুর রহিম; পঞ্চম উইকেটে রান হয় ৩১৬।
 
টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ জুটি ছিল তামিম ইকবাল ও ইমরুল কায়েসের অধিকারে। এই দুই বাঁহাতি ব্যাটসম্যান ২০১৫ সালের সেপ্টেম্বরে খুলনায় পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী জুটিতে তুলেছিলেন ৩১২ রান।

সাকিব-মুশফিক জুটির তিনশ’

১১২তম ওভারের শেষ বলে নিল ওয়াগনারের বলে মুশফিকুর রহিমের ১ রানে তিনশ’ স্পর্শ করে সাকিব আল হাসানের সঙ্গে তার পঞ্চম উইকেট জুটি।
 
ইমরুল কায়েস-তামিম ইকবালের ৩১২ রানের পর এই প্রথম কোনো উইকেটে তিনশ’ রানের জুটি দেখল বাংলাদেশ।  
 
৪১২ বলে তিনশ’ স্পর্শ করেন সাকিব-মুশফিক। এর আগে ১৭৮ বলে জুটিতে একশ’ ২৯৬ বলে দুইশ’ রান করেন তারা।

এবার নিউ জিল্যান্ডের বিপক্ষেও পঞ্চম উইকেটে সর্বোচ্চ
 
দারুণ এক জুটিতে রেকর্ডের অনেক পাতায় নিজেদের নাম বসান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। নিউ জিল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড এখন তাদের অধিকারে। 
 
১৯৭৬ সালের অক্টোবরে লাহোরে জাভেদ মিয়াদাদ ও আসিফ ইকবালের ২৮১ ছিল পঞ্চম উইকেটে নিউ জিল্যান্ডের বিপক্ষে আগের সর্বোচ্চ। সেই রান ছাড়িয়ে জুটি আর বড় করছেন সাকিব-মুশফিক।

পঞ্চম উইকেটে নিউ জিল্যান্ডে সেরা জুটি

পঞ্চম উইকেটে নিউ জিল্যান্ডে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড এখন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের। ১৯৯৪ সালে এই মাঠেই স্বাগতিকদের বিপক্ষে ইনজামাম-উল-হক ও সেলিম মালিকের ২৫৮ ছিল আগের সেরা। 

১০৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪৩৫/৪। জুটির রান ২৭৫। টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি এখন এটি।

পঞ্চম উইকেটে রানের দিক থেকে এটাই সেরা। ২০১৩ সালে গলে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে মুশফিকের ২৬৭ ছিল আগের সেরা। সেই ম্যাচেই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিশতক করেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

সাকিবের ক্যারিয়ার সেরা

নিল ওয়াগনারকে চার হাঁকিয়ে সাকিব আল হাসান পেছনে ফেলেন টেস্টে তার সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসকে। ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের ১৪৪ ছিল তার আগের সেরা। ১০৭ ওভার শেষে তার রান ১৪৯।

সামনে কেবল গলের ৬৩৮

দেশের বাইরে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ গড়েছে বাংলাদেশ। নিল ওয়াগনারের বলে মুশফিকুর রহিমের চারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৪ সালে সেন্ট লুসিয়ায় করা ৪১৬ রানকে ছাড়িয়ে যায় তারা।
 
দেশের বাইরে বাংলাদেশের সর্বোচ্চ শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৩ সালে গলে করা ৬৩৮ রান।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া