adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ‘মায়া কান্না’ করছে পাশ্চাত্য: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে পশ্চিমা দেশগুলোর উদ্বেগকে ‘মায়া কান্না’ বলে মন্তব্য করেছে রাশিয়া। মস্কো বলেছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান যখন কূটনৈতিক উপায়ে সম্ভব তখন পশ্চিমা দেশগুলোর ‘মায়া কান্নার’ কোনো অর্থ হয় না।

ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ গতকাল (মঙ্গলবার) এ মন্তব্য করেন। তিনি বলেন, পশ্চিমা গণমাধ্যমগুলি ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি ‘ঘোলাটে’ করার চেষ্টা করছে।

ইরান শতকরা ৮৪ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে বলে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ করেছে সে সম্পর্কে মতামত জানাতে গিয়ে উলিয়ানোভ একথা বলেন। দু’টি অজ্ঞাত কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে রোববার ব্লুমবার্গ জানায়, আইএইএ’র পরিদর্শকরা ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বসানো সেন্ট্রিফিউজগুলোকে সংযুক্ত করার পাইপে ৮৪ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কণা খুঁজে পেয়েছেন।

উলিয়ানোভ এ সম্পর্কে বলেন, আইএইএ’র বোর্ড অব গভর্নর্সের ত্রৈমাসিক বৈঠকের আগে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসির তেহরান সফরে বিঘ্ন সৃষ্টি করতে গণমাধ্যমে এ ধরনের খবর প্রকাশ করা হয়েছে। উলিয়ানোভ বলেন, যতদিন পরমাণু সমঝোতা পুনর্বহাল করা না হবে ততদিন ইরান আইএইএ’কে পূর্ণাঙ্গ সহযোগিতা করবে এমন আশা করা উচিত নয়।

এর আগে ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি ব্লুমবার্গের রিপোট প্রত্যাখ্যান করে বলেছেন, তার দেশের পরমাণু স্থাপনাগুলোতে কোনো অবস্থায়ই শতকরার ৬০ ভাগের বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়নি।- পার্সটুডে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া