adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিল্পমন্ত্রী বললেন- পুঁজিবাজার এখন অনেক গতিশীল

A M Uনিজস্ব প্রতিবেদক : স্বচ্ছ, জবাবদিহিমূলক ও টেকসই ব্যবস্থাপনায় বেশকিছু প্রগ্রেসিভ নতুন কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত ‘দীর্ঘমেয়াদী অর্থায়নে পুঁজিবাজারে ভূমিকা; বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘পুঁজিবাজার এখন আগের চাইতে অনেক বেশি গতিশীল। এই সেক্টরে স্বচ্ছতা আনতে সরকার ইতোমধ্যে বেশকিছু কার্যক্রম সম্পন্ন করেছে। যার ফলে, পুঁজিবাজারে প্রগ্রেসিভ নতুন কোম্পানিগুলো তালিকাভুক্ত হচ্ছে।’

২০১০ সালে দেশের পুঁজিবাজার অস্থিতিশীলতা দেখা দেয়। এই অস্থিতিশীলতা থেকে পুঁজিবাজারকে স্থিতিশীল করতে সরকার ২০১৩ সালে ডিমিউচ্যুয়ালাইজেশন কার্যক্রম বাস্তবায়ন করে এরই আওতায় ব্যবস্থাপনা থেকে মালিকানা আলাদা করেছে। এছাড়া পাবলিক ইস্যু রুলস পরিবর্তনসহ ফাইন্যান্সিয়াল রিপোর্ট অ্যাক্ট-২০১৫ পাস করেছে।

শিল্পমন্ত্রী বলেন, ‘দেশে ছড়ানো ছিটানো টাকা শিল্পায়নে বড় ভূমিকা রাখছে। আর সেই সব ছড়ানো ছিটানো টাকা পুঁজিবাজারের মাধ্যমে একত্রিত হচ্ছে। এছাড়া পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করে বিনিয়োগকারীরা উপকৃত হচ্ছে এবং বিনিয়োগকৃত শিল্প-কারখানায় তাদের মালিকানা প্রতিষ্ঠিত হচ্ছে।’

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এই সেমিনারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, তালিকাভুক্ত কোম্পানি অ্যাসোসিয়েশনের সভাপতি আজম জে চৌধুরী, ইফাদ অটোসের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ, প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, খান ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবীর খান বক্তব্য দেন।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান।

প্রসঙ্গত, ২০১০ সালে মিউচুয়্যাল ফান্ড, ট্রেজারি বন্ডসহ দেশের পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানির সংখ্যা ছিল ৪১০টি। বর্তমানে এর পরিমাণ ৫৬৭টি। ছয় বছরে মিউচুয়াল ফান্ড, ট্রেজারি বন্ডসহ দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা বেড়েছে ১৫৭টি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া