adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিব আবারও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক, লিটন দাস সহঅধিনায়ক

নিজস্ব প্রতিবেদক : মুমিনুল হক ব্যাটে রান পান না, এমনকি নেতৃত্ব গুণেও দলকে এগিয়ে নিতে পারেননি। এ অবস্থায় তিনি নিজেই অসহায় আত্মসমার্পণ করে বিসিবি সভাপতিকে বললেন, আমি অধিনায়কত্ব ছেড়ে দিয়ে ব্যাটিংয়ে মনযোগী হতে চাই। একদিনের ব্যবধানে তরিৎ সিদ্ধান্ত নিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার (২ জুন) বিসিবিতে জরুরি সভা ডেকে টেস্ট দলের নেতৃত্বের ভার তুলে দিলেন সাকিব আল হাসানের কাঁধে। তার ডেপুটি থাকবেন উইকেট কিপার ব্যাটার লিটন দাস।

২০১৯ সালে সাকিব আল হাসানের ওপর আইসিসি নিষেধাজ্ঞা দেওয়ার পর হঠাৎ করেই নেতৃত্বের ভার আসে মুমিনুলের ওপর। কিন্তু নেতৃত্বের দায়িত্ব পাওয়ার পর নিজের ব্যাটিংই ভুলতে বসেছিলেন মুমিনুল। সাম্প্রতিক সময়ে তার ব্যাট বেশি নিস্প্রভ ছিলো। শেষ ১০ ইনিংসে মুমিনুল করেন মাত্র ৭৪ রান। এর মধ্যে ৮ ইনিংসেই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ডাক মেরেছেন তিনটি।

মুমিনুলের বিদায়ের পর এবার তৃতীয় মেয়াদে টেস্টের নেতৃত্বে আসলেন সাকিব। সাকিবের নেতৃত্বে এর আগেও টেস্ট খেলেছে বাংলাদেশ। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে তখনকার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা চোটে পড়লে নেতৃতের ভার দেওয়া হয় সাকিবকে। সেই দায়িত্ব ২০১১ সালে হারান সাকিব। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পান মুশফিক। এরপর মুশফিকের থেকে দ্বিতীয়বার ২০১৮ সালে টেস্ট নেতৃত্ব পান সাকিব। কিন্তু সেটা বেশিদিন স্থায়ী হয়নি। পরের বছরই আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়ে নেতৃত্ব হারান তিনি। এবার তৃতীয় মেয়াদে সাদা পোশাকে বাংলাদেশের দায়িত্ব বুঝে নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সাকিব আল হাসানের অধীনে বিভিন্ন দফায় ১৪টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যার মধ্যে তিন ম্যাচে জিতেছে, হার ১১ ম্যাচে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2022
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া