adv
২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘হত্যাকারীদের গ্রেফতারে সরকারকে ৭ দিনের আল্টিমেটাম’

news_img (2)নিজস্ব প্রতিবেদক : ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে গণজাগরণ মঞ্চ। এছাড়া আগামী শুক্রবার দেশব্যাপী শোক দিবস পালনেরও আহ্বান জানায় গণজাগরণ মঞ্চ।

শনিবার সন্ধ্যায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ ঘোষণা দেন।

অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকাল ৪টায় শাহবাগে নীলাদ্রি চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। মঙ্গলবার বিকাল ৪টা থেকে গণমিছিল হবে। শুক্রবার বিকাল ৩টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শোক সমাবেশ হবে। এর মধ্যে দোষীদের গ্রেফতার করতে না পারলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা আসবে বলে জানিয়েছেন ইমরান।

ইমরান দলমত-নির্বিশেষে প্রগতিশীল ও মুক্তমনা সবাইকে এ সব কর্মসূচিতে যোগ দেয়ার আহ্বান জানান। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক কেন্দ্রে (টিএসসি) বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে গণজাগরণ মঞ্চের একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া