adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘প্রয়োজনে ইরান ইউরোপে গ্যাস বন্ধ করে দেবে’

3fb55d57ef47e418dadc904e07063f94_XLআন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইউরোপের নিষেধাজ্ঞার বিপরীতে ইরান গ্যাস সরবরাহ বন্ধ করে তার জবাব দেয়ার ক্ষমতা রাখে। তিনি বলেছেন, অসহায় ইউরোপের গ্যাস প্রয়োজন রয়েছে এবং আবিষ্কার হওয়া গ্যাসের বর্তমান মজুদ অনুযায়ী আমাদের অধিকারে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি গ্যাস সম্পদ।
সর্বোচ্চ নেতা সুস্পষ্ট করে বলেছেন, যদি ইউরোপ নতুন করে নিষেধাজ্ঞার পথে পা বাড়ায় তাহলে ইরানি জাতিও ভবিষ্যতে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে। তিনি বলেন, ইরানের হাতে সম্মিলিতভাবে বিশ্বের সবচেয়ে বেশি তেল ও গ্যাস রয়েছে। যখন সময় আসবে তখন ঠিকই আমরা সেগুলো দিয়ে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করব এবং এ কাজ করার ক্ষমতা ইসলামি প্রজাতন্ত্র ইরানের রয়েছে।
ইরানের পরমাণু ইস্যুকে কেন্দ্র করে আমেরিকা ও ইউরোপ বার বার ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। নতুন করে ইরানের জাতীয় তেল ট্যাংকার কোম্পানির ওপর ইউরোপ নিষেধাজ্ঞা আরোপ করবে বলে ঘোষণা করার পর সর্বোচ্চ নেতা এসব কথা বললেন।
ইরানে এ পর্যন্ত আবিষ্কার হওয়া গ্যাসের সর্বমোট মজুদ হচ্ছে ৩৩.৮ ট্রিলিয়ন ঘন মিটার অথবা বিশ্বের মোট মজুদের শতকরা ১৮.২ ভাগ। এছাড়া, তেলের মজুদ রয়েছে ১৫৭ বিলিয়ন ব্যারেল যা ভেনিজুয়েলা, সৌদি আরব ও কানাডার পরেই ইরানের অবস্থান নিশ্চিত করেছে।  
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে মারাত্মক টানাপড়েন সৃষ্টি হওয়ার পর ইরান থেকে ইউরোপ গ্যাস আমদানির পরিকল্পনা করছে বলে বার্তা সংস্থা রয়টার্স সম্প্রতি খবর দিয়েছে। এখনো পর্যন্ত রাশিয়ার ওপর পুরো ইউরোপের গ্যাস-নির্ভরতা রয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া