adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয় দফায় বিএসইসি’র চেয়ারম্যান খায়রুল, ডিএসই’র অভিনন্দন

ডেস্ক রিপাের্ট : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে তৃতীয় দফায় নিয়োগ পেয়েছেন ড. এম খায়রুল হোসেন।

নতুন মেয়াদে আরো ২ বছরের জন্য চেয়ারম্যান নিয়োগ পাওয়ায় বুধবার ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেমের নেতৃত্বে ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ তাকে অভিনন্দন জানান৷

এসময় ডিএসই’র চেয়ারম্যান বলেন, বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে ড. এম খায়রুল হোসেন প্রজ্ঞা, সাহসিকতা ও যুগোপোযোগী সিদ্ধান্তের মাধ্যমে বিশ্ব দরবারে ইতিবাচক ভাবে তুলে ধরেছেন৷ সামনের দিনগুলোতেও তার বলিষ্ঠ নেতৃত্ব, চিন্তাধারা এবং কর্মস্পৃহা পুঁজিবাজারের সামনে চলার পথকে আরো সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন৷

পরে ড. এম. খায়রুল হোসেন ডিএসই’র পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানিয়ে বলেন, পুঁজিবাজার উন্নয়নে বর্তমান কমিশন অনেক কাঠামোগত সংস্কার মূলক কাজ করেছে৷ এতে দীর্ঘমেয়াদে দেশের পুঁজিবাজারের ভীত শক্তিশালী হয়েছে এবং যে সমস্ত কাজগুলো এখনো বাস্তবায়ন হয়নি সেগুলো দ্রুততার সাথে বাস্তবায়ন করে এর ভিতকে আরো মজবুত করাই হবে মূল লক্ষ্য৷

তিনি আরো বলেন, আগামী দিনগুলোতে সকলকে সাথে নিয়ে পুঁজিবাজার উন্নয়নে আরো নতুন ধারণা এনে এই বিকাশমান বাজারকে দেশের উদীয়মান অর্থনীতিতে আরো বেশী অবদান রাখার আশাবাদ ব্যক্ত করে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন৷

এ সময় উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার মোঃ আমজাদ হোসেন ড. স্বপন কুমার বালা, এফসিএমএ এবং খন্দকার কামালুজ্জামান সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা৷

উল্লেখ্য ড. এম. খায়রুল হোসেন ২০১১ সালের ১৫ মে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে কাজ শুরু করেন৷ ২০১৪ সালের মে মাসে চার বছরের জন্য বিএসইসি’র চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান৷ দুই মেয়াদে টানা ৭ (সাত) বছর কাজ করার পর গত ১৫ মার্চ ২০১৮ তারিখে কমিশনের চেয়ারম্যান হিসেবে ড. এম খায়রুল হোসেন-কে সিনিয়র সচিবের পদমর্যাদা দেয় সরকার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া